24059

রাবির আবাসিক হলগুলো থেকে পুলিশ প্রত্যাহার

রাবির আবাসিক হলগুলো থেকে পুলিশ প্রত্যাহার

2022-02-05 09:26:55

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলগুলো থেকে সাময়িকভাবে পুলিশ প্রত্যাহার করা হয়েছে। এখন থেকে তারা ক্যাম্পাসের প্রবেশদ্বার গুলোর অস্থায়ী পুলিশ বক্সে অবস্থান করবে।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রক্টর বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসব জায়গায় পুলিশ অবস্থান করবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা নিশ্চিতের স্বার্থে ক্যাম্পাসের যে পয়েন্টগুলো দিয়ে বহিরাগতদের প্রবেশের সুযোগ রয়েছে, সে পয়েন্টগুলাতে অস্থায়ী পুলিশ বক্সের ব্যবস্থা করা হয়েছে।

সম্প্রতি ক্যাম্পাসে অনেকগুলো ছিনতাইয়ের ঘটনা ঘটে। এছাড়া ক্যাম্পাসে মাদকের সরবরাহ যেমন বেড়েছে এর সঙ্গে বহিরাগতদের জড়িত থাকার প্রমাণ মিলেছে। বহিরাগতদের অবাধে প্রবেশ ও মাদক গ্রহণকালে আটক করা হয়েছে। ফলে বিশেষ প্রয়োজন ছাড়া বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

দীর্ঘদিন ধরে ছাত্রদের ১১টি আবাসিক হলের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ মোতায়েন ছিল।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]