24074

রাবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ চেয়ে স্মারকলিপি

রাবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ চেয়ে স্মারকলিপি

2022-02-07 09:54:04

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দ্বিতীয়বার ভর্তির সুযোগ চেয়ে উপাচার্যের দপ্তরে স্মারকলিপি দিয়েছেন ২০২০ সালের উচ্চমাধ্যমিক উত্তীর্ণ শিক্ষার্থীরা।

রোববার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় উপাচার্য বরাবর এ স্মারকলিপি জমা দেয় তারা। এছাড়াও উপ-উপাচার্য, প্রক্টর ও ছাত্র উপদেষ্টাকেও স্মারকলিপির অনুলিপি দেওয়া হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, ‘আমরা দ্বিতীয়বার পরিক্ষা দিতে চাই। আপনারা জানেন, আমাদের এ ব্যাচটি করোনার কারণে নানা জটিলতায় পড়ে। একটা পরিকল্পনাহীন অটো পাসের মধ্য দিয়ে আমাদের রেজাল্ট কেন্দ্রীক নানানমুখী সমস্যায় পড়তে হয়। আমাদের পড়াশোনা একটা অগোছালো প্রক্রিয়ায় ছিলো। ফলে ভর্তি পরীক্ষাতেও অনেক বেগ পেতে হয়। আমরা শিক্ষার্থীদের একটা বৃহত্তর অংশ আবারও পরিক্ষায় বসতে চাই।’

উল্লেখ্য, গত ১২ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার দাবিতে মানববন্ধন করে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]