24113

হৃদরোগে চবি শিক্ষার্থীর মৃত্যু

হৃদরোগে চবি শিক্ষার্থীর মৃত্যু

2022-02-11 01:03:03

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অর্থনীতি বিভাগের শিক্ষার্থী বেলায়েত হোসাইন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক নঈম উদ্দিন হাছান আওরঙ্গজেব চৌধুরী।

তিনি বলেন, ‘ভোর পাঁচটার দিকে বেলায়েত মারা যান। হাসপাতলের ইনফরমেশন কপি থেকে জানা যায়, তার হার্ট অ্যাটাক (cardio respiratory failure) হয়েছিল।’

বেলায়েতের সহপাঠী তাহছীন ইবনে আকিল জানান, ‘তার আগে থেকে হার্টের সমস্যা ছিল। রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে নেয়া হয়। চিকিৎসকরা দ্রুত তাকে চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। সেখানে নেয়ার পর বেলায়েতকে মৃত ঘোষণা করা হয়।’

আকিল জানান, বেলায়েত ২০১৯-’২০ শিক্ষাবর্ষের ছাত্র। তার গ্রামের বাড়ি রংপুর, থাকত বিশ্ববিদ্যালয় এলাকার একটি কটেজে। পরিবারের লোকজন এলে তার জানাজার বিষয়ে সিদ্ধান্ত হবে।

বেলায়েত হোসাইনের মৃত্যুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শোক বিরাজ করছে।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]