24141

আলিমে পাসের হার ৯৫.৪৯ শতাংশ, জিপিএ-৫ ৪৮৭২

আলিমে পাসের হার ৯৫.৪৯ শতাংশ, জিপিএ-৫ ৪৮৭২

2022-02-14 00:03:02

২০২১ খ্রিষ্টাব্দের আলিম পরীক্ষায় মাদরাসা শিক্ষা বোর্ডের ৪ হাজার ৮৭২ জন পরীক্ষার্থী জিপিএ ফাইভ পেয়েছে। এ বছর আলিমে ৯৫ দশমিক ৪৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। গতবছর অর্থাৎ ২০২০ খ্রিষ্টাব্দে আলিমে ৪ হাজার ৪৮ জন পরীক্ষার্থী জিপিএ ফাইভ পেয়েছিল। রোববার এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করা হয়।

জানা গেছে, এ বছর মাদরাসা বোর্ড থেকে ১ লাখ ১৩ হাজার ১৪৪ জন পরীক্ষার্থী আলিম পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছিলেন। তাদের মধ্যে ১ লাখ ১ হাজার শিক্ষার্থী পাস করেছে। মহামারি পরিস্থিতিতে নৈর্বাচনিক তিনটি বিষয়ের ছয়টি পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

সকাল সাড়ে ১০ টায় ঢাকার সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ ফল ঘোষণা করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে অনলাইনে ফল ঘোষণা অনুষ্ঠানে যুক্ত ছিলেন।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]