24363

ববির বঙ্গবন্ধু হলে পচা মাছ ভর্তা বিক্রি, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

ববির বঙ্গবন্ধু হলে পচা মাছ ভর্তা বিক্রি, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

2022-03-05 10:17:01

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বঙ্গবন্ধু হলে পচা মাছের ভর্তা বিক্রির অভিযোগ উঠেছে। শুক্রবার (৪ মার্চ) রাতের খাবারে ম্যানুতে পচা মাছ ভর্তা বিক্রির অভিযোগ করেন শিক্ষার্থীরা ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বঙ্গবন্ধু হলের রাতের মাছ ভর্তা থেকে দুর্গন্ধ বের হচ্ছে। অথচ তখনও ক্যান্টিনের মালিক শিক্ষার্থীদের কাছে মাছ ভর্তা বিক্রি করছেন।

ভুক্তভোগী শিক্ষার্থী আল ফারিউল সিক্ত বলেন, খাবার খাওয়ার সময় আমি মাছ ভর্তা নেই। পরে খাবার মুখে দেয়ার পর গন্ধে খেতে পারিনা। পরে আমার বন্ধুদের দেখাই। তারাও বলে মাছ ভর্তা পচা ছিল। পরবর্তীতে আমি মাছ পচা বলে অভিযোগ জানাই। অভিযোগ সত্যতা প্রমাণে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় তখনও পচা মাছ বিক্রি করছে।

আবাসিক শিক্ষার্থীদের অভিযোগ, একদিকে যেমন রান্নাঘরে ধুলাবালি ও অস্বাস্থ্যকর পরিবেশ, অন্যদিকে মানহীন ও একই খাবার প্রতিদিন দেয়ায় ডাইনিং-ক্যান্টিনে খাবারের প্রতি আগ্রহ হারাচ্ছেন তারা।

তারা বলছেন, ‘অপুষ্টিকর, পচা ও দুপুরের খাবার রাতের খাবারে মিশিয়ে দেওয়া হচ্ছে, যা বাধ্য হয়েই খাচ্ছেন তারা। নিম্নমানের খাবার খেয়ে ক্ষুধামন্দা ও চরম স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন তারা।

এ ব্যাপারে ক্যান্টিনের পরিচালক সাকিব বলেন, মাছ ভর্তা অনেক আগে করা, একটু গন্ধ থাকতে পারে। অভিযোগ পেলে আমরা খাদ্য তালিকা সরিয়ে ফেলি।

এখনো পচা মাছ ভর্তা বিক্রি করছেন এমন প্রশ্নে তিনি বলেন, আমরা মাত্রই সরিয়ে ফেলেছি।

বঙ্গবন্ধু হলের প্রভোস্ট আরিফ হোসেন বলেন, আমরা এই অভিযোগ পেয়েছি। ক্যাম্পাস খুললে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। আমরা সবসময় চাই শিক্ষার্থীরা ভালো থাকুক। ক্যাম্পাস খুললে ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষার্থীরা জানায়, এর আগেও খাবারে বিভিন্ন সময়ে শামুক, কাঁকড়া পাওয়া গেছে। আবাসিক শিক্ষার্থীরা এসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশসহ অভিযোগ জানায় শিক্ষার্থীরা।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]