পাঞ্জাবে আমান ভাল্লা গ্রুপ অব ইন্সটিটিউটে বঙ্গবন্ধু কর্ণার
2022-03-18 03:29:12
উত্তর ভারতের পাঞ্জাবের "আমান ভাল্লা গ্রুপ অফ ইনস্টিটিউটস"-এ একটি বঙ্গবন্ধু কর্নার স্থাপন করা হতে চলেছে, উত্তর ভারতের বৃহত্তম বেসরকারি প্রতিষ্ঠানগুলির মধ্যে এটি একটি যেখানে এশিয়ান এবং আফ্রিকান দেশগুলির শিক্ষার্থী রয়েছে৷ ইনস্টিটিউটের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সম্মতিতে বঙ্গবন্ধু কর্নারকে ধীরে ধীরে কেন্দ্রে রূপান্তর করা হবে।
এটি বাংলাদেশী মেধাবী শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক উচ্চ শিক্ষার সুযোগ এবং বৃত্তি পরিচালনা করবে। খুব শীঘ্রই ABGI(Aman Bhalla Group Of Institutes) এর ব্যবস্থাপনা বোর্ডের সম্মানিত সদস্য আনুষ্ঠানিকভাবে বৃত্তি প্রকল্পের জন্য প্রেস রিলিজ করবে বাংলাদেশি মেধাবী শিক্ষার্থী টেকনিক্যাল এবং পলিটেকনিক, সায়েন্স বিভাগের জন্য।
ভারতে বাংলাদেশের হাইকমিশনার মহামান্য মুহাম্মদ ইমরান এবং ইনস্টিটিউটের ব্যবস্থাপনা পরিচালক ড. পূজা ওহরি, এবিজিআই-এর আন্তর্জাতিক সমন্বয়কারী ই,আর. তানভীর হোসেন মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বাংলাদেশ হাইকমিশন, নয়াদিল্লিতে সাম্প্রতিক সফরের সময়।
মোট শিক্ষার্থীদের মধ্যে, আমান ভাল্লা গ্রুপ অফ ইনস্টিটিউটের ১২৯ একর ক্যাম্পাসে সারা বিশ্বের এশিয়া এবং আফ্রিকার ১০টিরও বেশি দেশের বিদেশী শিক্ষার্থী রয়েছে। ইনস্টিটিউটগুলি খেলাধুলা এবং অ্যাথলেটিক্সে অগ্রণী ভূমিকা পালন করছে।
তথ্যমতে, বাংলাদেশ হাইকমিশনে সফরকালে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রদূত বাংলাদেশি শিক্ষার্থীদের প্রসঙ্গে বলেন যে এটা অবশ্যই একটা ভাল মানের উদ্দোগ এবং বাংলাদেশের শিক্ষার্থীরা আরো এক ধাপ এগিয়ে যাবে এই ধারাবাহিকতায়
এবং ডক্টর. পূজা অহরি বলেন, ইনস্টিটিউটে বঙ্গবন্ধু কর্নার প্রতিষ্ঠিত হলে এটি একটি আন্তর্জাতিক গ্রন্থাগারে পরিণত হবে যা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন, কর্ম ও দর্শন সম্পর্কে আরও জানার জন্য ভারত ও বিদেশের শিক্ষার্থীদের জন্য একটি জ্ঞানের প্ল্যাটফর্ম। বাংলাদেশের প্রতিষ্ঠাতা এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। ডাঃ পূজা ওহরি যোগ করেন যে বঙ্গবন্ধু কর্নারে প্রচুর পরিমাণে বৃত্তির সুযোগ থাকবে এবং প্রতি বছর বাংলাদেশী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হবে 'বঙ্গবন্ধু টেকনিক্যাল স্কলারশিপ' স্কিমের মাধ্যমে।
অধিকন্তু, বাংলাদেশ হাইকমিশন, নিউ দিল্লি এবং আমান ভাল্লা গ্রুপ অফ ইনস্টিটিউটস এবং আমান ভাল্লা ফাউন্ডেশন, পাঞ্জাব, ইন্ডিয়া এর সাথে পারস্পরিক চুক্তির মাধ্যমে আমাদের অফিসিয়াল বিবৃতি শীঘ্রই আসবে বলে জানিয়েছেন, ক্যাম্পাস ডিরেক্টর ডাঃ পূজা ওহরি এবং ই. আর, তানভীর হোসেন, আন্তর্জাতিক সমন্বয়কারী অব ইন্সটিটিউট।