রাতেই দেশে ফিরে আসছেন সাকিব
2022-03-22 03:23:40
পরিবারের সদস্যদের অসুস্থতার কারণে দক্ষিণ আফ্রিকায় থাকতে পারছেন না আর সাকিব আল হাসান। বিসিবির কাছ থেকে তাৎক্ষণিক ছুটি নিয়ে আজ রাতেই জোহানেসবার্গ থেকে দেশের উদ্দেশ্যে বিমানে উঠতে যাচ্ছেন তিনি। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন এ তথ্য।
পরিবারের মোট পাঁচজন সদস্য অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। এর মধ্যে তার ছোট তিন সন্তানও রয়েছে। সঙ্গে মা এবং শাশুড়িও অসুস্থ হয়ে হাসপাতালের বেডে। এমন পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকায় থাকা অসম্ভব সাকিব আল হাসানের পক্ষে।
যদিও পরিস্থিতির দিকে নজর রাখার চেষ্টা করছিলেন তিনি। পরিবারের সদস্যদের শারীরিক অবস্থার উন্নতি হলে হয়তো তিনি দলের সঙ্গেই থেকে যেতেন।
তবে বিসিবিও জানিয়েছে, পরিস্থিতি খারাপ হলে সাকিব যে কোনো মুহূর্তেই দেশে ফিরতে পারবেন। শেষ পর্যন্ত সেটাই হচ্ছে। জানা গেছে আজ দক্ষিণ আফ্রিকান সময় সন্ধ্যা ৬টা এবং বাংলাদেশ সময় রাত ১০টায় জোহানেসবার্গ থেকে বিমানে উঠবেন সাকিব। এরপর দেশে পৌঁছাতে তার যতক্ষণ সময় লাগে।
জালাল ইউনুস বলেন, ‘সাকিব থাকতে চেয়েছিলেন দক্ষিণ আফ্রিকায়; কিন্তু এখান থেকে তার স্ত্রী (উম্মে আহমেদ শিশির) সাকিবকে জানিয়েছে যে, তারা একা পরিস্থিতি সামলাতে পারছে না। এ কারণেই দেশে চলে আসার সিদ্ধান্ত নেয় সাকিব। মানবিক দিক বিবেচনা করে বিসিবিও তাৎক্ষণিক সাকিবের ছুটি মঞ্জুর করে নিয়েছে।’
সাকিবের দেশের আসার সিদ্ধান্ত এত দ্রুততার সঙ্গে নেয়া হয়েছে যে, ক্রিকেটারদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লজিস্টিক সাপোর্ট দেয়া সেই ওয়াসিম খানও তার দেশে আসার বিষয়টা জানতেন না।
তার সঙ্গে প্রথমে যোগাযোগ করা হলে তিনি বলে ওঠেন, ‘কই না তো, আমি তো কিছুই জানি না।’ শেষে ক্রিকেট অপসের চেয়ারম্যানের কাছ থেকে নিশ্চিত হওয়া গেলো, সাকিবের দেশে ফিরে আসার খবর।
২৩ মার্চ দক্ষিণ আফ্রিকার সঙ্গে তৃতীয় ও শেষ ওয়ানডে খেলার কথা রয়েছে বাংলাদেশের। প্রথম দুই ম্যাচ শেষে সিরিজে ১-১ সমতা বিরাজ করছে। ওয়ানডে সিরিজের পর ৩০ মার্চ থেকে শুরু হওয়ার কথা রয়েছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। পরিবারের সদস্যদের অসুস্থতা কমে আসলে, চাইলে টেস্ট সিরিজ খেলতে যেতেও পারেন সাকিব।