24684

সি‌লেট বেড়া‌তে গিয়ে চ‌বি শিক্ষার্থীর মৃত্যু

সি‌লেট বেড়া‌তে গিয়ে চ‌বি শিক্ষার্থীর মৃত্যু

2022-04-01 07:00:16

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্রে ঘুরতে গিয়ে মো. জুনাইদ আহমদ (২৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) লোকপ্রশাসন বিভাগের স্নাতকোত্তর শ্রেণির ছাত্র ছিলেন। জুনাইদের গ্রামের বাড়ি নেত্রকোনায়।

বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে চবির পাঁচ শিক্ষার্থী সাদা পাথর বেড়াতে আসেন। তারা সেখানকার পানিতে নামলে প্রচণ্ড স্রোতে জুনাইদ আহমদ তলিয়ে যান। পরে স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজি করে বিকেল ৪টার দিকে তার মরদেহ উদ্ধার করে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]