24721

‘শালীনতা বজায় রেখে পোশাক পরলে সম্মান জানানো উচিত’

‘শালীনতা বজায় রেখে পোশাক পরলে সম্মান জানানো উচিত’

2022-04-05 05:49:01

কপালে টিপ পরা নিয়ে তেজগাঁও কলেজের শিক্ষিকাকে হেনস্তার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাবিপ্রবি শাখা আয়োজিত এ মানববন্ধনে বক্তব্য দেন ফরেস্ট্রি অ্যান্ড এনভারনমেন্টাল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. নারায়ণ সাহা, ইংরেজি বিভাগের অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায়, নির্বাহী প্রকৌশলী বাঁধন চন্দ্র দাস, অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার মৃন্ময় দাস ঝুটন, আইকিউএসির অ্যাকাউন্টস অফিসার অশোক বর্মণ অসীম, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের সহকারী পরিচালক পূরবী চ্যাটার্জী প্রমুখ।

এসময় বক্তারা বলেন, দিনদিন বাংলাদেশ উন্নত হলেও মানবিক দৃষ্টিভঙ্গির দিক থেকে আমরা এখনো পিছিয়ে। শালীনতা বজায় রেখে যেকোনো ধরনের পোশাক পড়লে সে ক্ষেত্রে সবার সম্মান জানানো উচিত। কিন্তু একজন নারীকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যে মন্তব্য করেছেন তা অত্যন্ত কুরুচিপূর্ণ। এসময় অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]