24796

সড়ক দুর্ঘটনায় ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

সড়ক দুর্ঘটনায় ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

2022-04-10 19:51:01

সাভারে সড়ক দুর্ঘটনায় বেসরকারি বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী ইসরাত জাহান ইশা নিহত হয়েছেন।

শনিবার রাত ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার গলফ ক্লাবের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইসরাত জাহান ইশা বেসরকারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'আজ সন্ধ্যার পর মোটরসাইকেলে এই দম্পতি আরিচার দিকে যাচ্ছিলেন। এ সময় একটি অজ্ঞাত পরিবহন তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। পরে আহত ওই শিক্ষার্থীকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।'

তিনি জানান, তার স্বামী সামান্য আহত হয়েছেন। নিহতের পরিবারের সাথে কথা বলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে। ঘাতক পরিবহনটি সনাক্তের চেষ্টা চলছে।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]