24849

ব্র্যাক ও টেক্সাস এঅ্যান্ডএম ইউনিভার্সিটি কমার্সের চুক্তি

ব্র্যাক ও টেক্সাস এঅ্যান্ডএম ইউনিভার্সিটি কমার্সের চুক্তি

2022-04-14 02:07:14

ব্র্যাক ইউনিভার্সিটি ও মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস এঅ্যান্ডএম ইউনিভার্সিটি কমার্সের (টিএএমইউসি) মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় থাকছে শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা বিনিময়, গবেষণা এবং অনুদানের আবেদন বিষয়ে সহযোগিতা, সামাজিক প্রভাবমূলক যৌথ প্রকল্প চালুসহ আরও বেশকিছু বিষয়।

টেক্সাস এঅ্যান্ডএম ইউনিভার্সিটি কমার্সের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়টির প্রেসিডেন্ট ড. মার্ক রুডিন ও ব্র্যাক ইউনিভার্সিটির হয়ে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ভিনসেন্ট চ্যাং চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

এ সময় কলেজ অব বিজনেসের ডিন ড. মারিও হায়েক উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয় দুটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চুক্তি চূড়ান্ত করতে ড. মারিও হায়েক এবং ব্র্যাক বিজনেস স্কুলের (বিবিএস) ডিন ড. স্যাং লি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

সম্প্রতি ড. মারিও হায়েকের ব্র্যাক ইউনিভার্সিটি সফরকালে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। ব্র্যাক বিজনেস স্কুলের ডিন ড. স্যাং লি এবং বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

চুক্তি অনুযায়ী, ব্র্যাক বিজনেস স্কুলে স্নাতক শুরু করা আগ্রহী শিক্ষার্থীরা টেক্সাস এঅ্যান্ডএম ইউনিভার্সিটি কমার্সে তাদের ডিগ্রি শেষ করতে পারবেন। এছাড়াও এ চুক্তির ফলে, ব্র্যাক বিজনেস স্কুলের ব্যাচেলর গ্র্যাজুয়েটরা ৪০ শতাংশেরও বেশি টিউশন ফি ছাড়ে টেক্সাস এঅ্যান্ডএম ইউনিভার্সিটি কমার্সের বিজনেস ডিসিপ্লিনের গ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি হতে পারবেন। চুক্তিটি ব্র্যাক ইউনিভার্সিটির আগ্রহী শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় এই বিশ্ববিদ্যালয়ের স্নাতক এবং স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তিতে সহায়তা করবে।

ব্র্যাক ইউনিভার্সিটি সম্প্রতি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লিংকন, ইউনিভার্সিটি অব কেন্ট, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া নর্থস্টেট ইউনিভার্সিটির মতো স্বনামধন্য আন্তর্জাতিক শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে সহযোগিতামূলক চুক্তি করেছে।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]