2485

ঢাকা  বিশ্ববিদ্যালয়ের ১২ সমস্যা 

ঢাকা  বিশ্ববিদ্যালয়ের ১২ সমস্যা 

2017-10-02 00:13:02

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অতীতে শিক্ষার মানের এবং শিক্ষকতার আদর্শের যে অসাধারণ উৎকর্ষ ছিল তা ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশের সামাজিক এবং রাজনৈতিক জীবনধারায় ন্যায়নীতি বিসর্জন দিয়ে ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার যে প্রবণতা ক্রমে বেড়েছে তা ক্ষতিকরভাবে প্রভাবিত করেছে অনেক মানুষের চেতনা। 

আসুন জেনে নেই শিক্ষক ও শিক্ষার্থীদের মতে ঢাকা  বিশ্ববিদ্যালয়ের ১২টি প্রধান সমস্যা কি কি ঃ 

১। শিক্ষক নিয়োগে নিয়ম না মানা,

২। শিক্ষকদের দ্বন্দ্ব,

৩। শিক্ষকদের গবেষণায় অপরের রচনা চুরির নজির,

৪। যৌন হয়রানির অভিযোগ,

৫। হলে রাজনৈতিকভাবে ক্ষমতাশালী ছাত্রদের হাতে সাধারণ ছাত্রদের প্রহূত হওয়া,

৬। পরীক্ষার ফল প্রকাশে দীর্ঘসূত্রতা,

৭। পরীক্ষায় ঢালাওভাবে বেশি নম্বর দেওয়া,

৮। গবেষণার পরিবর্তে রাজনৈতিক প্রভাব প্রাপ্তির প্রতি শিক্ষকদের আগ্রহ,

৯। বিদেশে উচ্চশিক্ষার জন্য যাওয়ার পর শিক্ষকদের আর দেশে না ফেরা,

১০। বিশ্ববিদ্যালয়ের পাওনা টাকা ফেরত না দেওয়া,

১১। বিশ্ববিদ্যালয়ে বেশি সময় না দিয়ে শিক্ষকদের বাইরের বিভিম্ন প্রতিষ্ঠানে কাজ করা,

১২। অনেক বছর ধরে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত না হওয়া।

 

এমএসএল 

 

 

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]