24901

কুইন মেরি বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ

কুইন মেরি বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ

2022-04-17 19:56:32

বাংলাদেশি অনেক শিক্ষার্থী প্রতিবছরই উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাড়ি জমাতে চান। দেশটির উচ্চশিক্ষাব্যবস্থা বিভিন্ন খাতে শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যুক্তরাজ্যে ২০০টি দেশ থেকে প্রতিবছর প্রায় লক্ষাধিক শিক্ষার্থী পড়তে আসেন। প্রায় প্রতিটি বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় কলেজ থেকেই উচ্চতর শিক্ষা নেওয়া যায়।

কোনো শিক্ষার্থী যাতে অর্থের কারণে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত না হন, তাই যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় স্কলারশিপের ব্যবস্থা করে। তেমনি স্নাতকোত্তরে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত কুইন মেরি বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ যেকোনো দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। ‘ডিপমাইন্ড স্কলারশিপ’-এর আওতায় শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। এক বছরের জন্য এই স্কলারশিপ প্রদান করা হবে। মোট চারজনকে এই স্কলারশিপ প্রদান করা হবে।

বিশ্ববিদ্যালয়ের পরিচিতি

কুইন মেরি ইউনিভার্সিটি যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে অবস্থিত একটি পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয়। এটি ফেডারেল ইউনিভার্সিটি অব লন্ডনের সদস্য প্রতিষ্ঠান। ১৭৮৫ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।

এই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ

পাঠ্যক্রমের উন্নয়ন ও উন্নতি করা। আন্তবিভাগীয় এবং আন্তর্জাতিক গবেষণার মাধ্যমে উচ্চমানের শিক্ষা নিশ্চিত করা।

বিজ্ঞানীদের তাঁদের ধারণা বাস্তবায়নের জন্য সমর্থন করা।

জীবনের সব স্তরের মানুষের জন্য শিক্ষা ও সাংস্কৃতিক সুযোগ প্রদান।

তরুণ বিজ্ঞানীদের সমর্থন করার জন্য অনুদান, বৃত্তি এবং পুরস্কার পাওয়ার জন্য নিয়মিত প্রতিযোগিতা অনুষ্ঠিত করা।

সফল বিদেশি কোম্পানি এবং হোল্ডিংয়ের সঙ্গে যোগাযোগ স্থাপন করা।

অনুষদ ও বিভাগ

বিশ্ববিদ্যালয় ৩টি প্রধান বিভাগ ও ২৭টি অনুষদ নিয়ে গঠিত।

মানবিক ও সামাজিক বিজ্ঞান: এর মধ্যে আইন, রাষ্ট্রবিজ্ঞান, শিল্প, ডিজাইনিং, ব্যবসা এবং ব্যবস্থাপনা, অর্থনীতি এবং অর্থ, ইংরেজি ভাষা এবং সাহিত্য, ভাষাতত্ত্ব এবং সিনেমা, রাজনীতি বিভাগ ইত্যাদি।
বিজ্ঞান ও প্রকৌশল: জীববিজ্ঞান ও রসায়ন ইনস্টিটিউট, ইলেকট্রনিক প্রযুক্তি এবং তথ্যবিদ্যা, পদার্থবিদ্যা এবং জ্যোতির্বিদ্যা অনুষদ ইত্যাদি।
বার্টস স্কুল অব মেডিসিন অ্যান্ড ডেন্টিস্ট্রি
যেখানে প্রিভেন্টিভ মেডিসিন এবং দন্তচিকিৎসা ছাড়াও ইনস্টিটিউট অব ক্যানসার, হার্ট ফাউন্ডেশন ছাড়াও আরও অনেক কিছু রয়েছে। এটি ইংল্যান্ডের সেরা এবং বিশ্বের অন্যতম সেরা চিকিৎসা অনুষদ।
সুযোগ-সুবিধা

যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। টিউশন ফি বাবদ ২৭ হাজার ২৫০ পাউন্ড দেওয়া হবে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩১ লাখ টাকা।

জীবনযাত্রা ভাতা বাবদ ১৫ হাজার ৪৫০ পাউন্ড দেওয়া হবে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় সাড়ে ১৭ লাখ টাকা।

ভ্রমণ ভাতা বাবদ ২ হাজার পাউন্ড দেওয়া হবে।
এককালীন সরঞ্জাম অনুদান বাবদ দেড় হাজার পাউন্ড দেওয়া হবে।

এই স্কলারশিপের মাধ্যমে শিক্ষার্থীরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কম্পিউটার সায়েন্স, মেশিন লার্নিং ফর ভিজ্যুয়াল ডেটা অ্যানালিটিকস এবং কম্পিউটার গেমস নিয়ে পড়াশোনা করতে পারবেন।
আবেদনের যোগ্যতা

বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রয়োজনীয়তা পূরণ করতে হবে।
বিশ্ববিদ্যালয়টিতে উপরিউক্ত বিষয়গুলোতে ভর্তির অফার লেটার পেতে হবে।
৫০০ শব্দের বিবৃতি।
ইংরেজি দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে। আইইএলটিএসে ন্যূনতম ৬.৫ পেতে হবে। অথবা টোয়েফল আইবিটিতে ন্যূনতম ৯২ পেতে হবে।
সিভি।

আবেদনের প্রক্রিয়া
অনলাইনে আবেদনের ফরম পূরণ করে পাঠিয়ে দিন ioc@qmul. ac. uk-এ ঠিকানায়।
ওয়েবসাইট: www.qmul.ac.uk
আবেদনের শেষ সময়: ১৩ জুলাই, ২০২২

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]