24990

গবেষণায় অনুদান পেলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক

গবেষণায় অনুদান পেলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক

2022-04-22 22:24:29

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) দুজন শিক্ষক গবেষণা প্রকল্পে ৪ লাখ ৯৪ হাজার টাকার অনুদান পেয়েছেন।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. তানভীর কায়ছার এ তথ্য নিশ্চিত করেন।

২০২১-২২ অর্থবছরের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে গবেষণার জন্যে ‘Investigation of Popular Folk Culture of Barisal and Planning Preservation Policy’ বিষয়ে এ অনুদান দেওয়া হয়।

গত ১৩ এপ্রিল সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব শরীফ নজরুল ইসলাম স্বাক্ষরিত নোটিশে এতথ্য নিশ্চিত করা হয়েছে।

ছয় মাসের প্রজেক্টে এ গবেষণায় নেতৃত্ব দেবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. তানভীর কায়ছার। সঙ্গে থাকবেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. ঈশিতা হায়দার।

গবেষণা বিষয়ে জানতে চাইলে সহকারী অধ্যাপক তানভীর কায়ছার বলেন, গবেষণার মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিকভাবে অবদান রাখতে চাই। বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি বৃদ্ধিতে অল্প পরিমান ভূমিকা রাখতে পারলেও নিজেকে ধন্য মনে করবো।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]