25013

‘শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের ভূমিকা হবে সন্তানের মতো’

‘শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের ভূমিকা হবে সন্তানের মতো’

2022-04-25 03:27:52

শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের ভূমিকা নিজ সন্তানের মতো হতে হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

রোববার (২৪ এপ্রিল) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের গনকা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে জেলার নবনির্মিত ৬৫টি বিদ্যালয় ভবন উদ্বোধন এবং ১৫টি বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, করোনা সংকটে পাঠদানের ঘাটতি পূরণের জন্য নানাবিধ ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যেই দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিফিন দেওয়া হবে।

তিনি বলেন, শিক্ষা হলো দক্ষ মানবসম্পদ ও সমৃদ্ধ জাতি গঠনের চালিকাশক্তি। তাই মানসম্পন্ন প্রাথমিক শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠায় সরকার সম্ভব সবকিছু করছে। আর প্রাথমিক শিক্ষা হচ্ছে সব শিক্ষার মূলভিত্তি। এছাড়া বর্তমান সরকার শিক্ষকদের জন্য বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করে যাচ্ছে। তাদের সামাজিক মর্যাদা বৃদ্ধির জন্য পদোন্নতিসহ উন্নত বেতন স্কেল দেওয়া হয়েছে।

জাকির হোসেন আরও বলেন, বর্তমান সরকার ঘোষিত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নেতৃত্ব দেবে আজকের শিশুরা। তাই তাদেরকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব নিতে হবে শিক্ষকদের। শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের ভূমিকা হবে নিজ সন্তানের মতো।

জেলা প্রশাসক এ কে এম গালিভ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহা. জিয়াউর রহমান, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন, সাধারণ সম্পাদক মো. আব্দুল ওদুদ, সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, নারী সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী প্রমুখ।

স্বত্বাধিকারী: তানভীর সিনহা
সম্পাদক: মো. খালেদ রায়হান
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
ঠিকানা: হাউজ ৬, রোড ১৪, সেক্টর ০৪, উত্তরা
যোগাযোগের নাম্বার: +৮৮০১৬৮৭২৮২৮২৬
ইমেইল: [email protected]