25029

মধুর ক্যান্টিনে ইফতারের আয়োজন ছাত্রলীগের

মধুর ক্যান্টিনে ইফতারের আয়োজন ছাত্রলীগের

2022-04-26 06:51:33

সাধারণ শিক্ষার্থীদের জন্য মাসব্যাপী ইফতারের আয়োজন করেছে বাংলাদেশ ছাত্রলীগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে প্রথম রমজান থেকে শুরু হওয়া ইফতারের এ কার্যক্রম চলবে শেষ রমজান পর্যন্ত।

ছাত্রলীগের এ আয়োজনে সমন্বয় করছেন ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক শেখ স্বাধীন শাহেদ ও ধর্ম সম্পাদক তুহিন রেজা। তাদের সঙ্গে ছাত্রলীগের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার বিভিন্ন নেতাকর্মীরা সহযোগিতা করছেন। শিক্ষার্থীদের ইফতার করতে মাঝেমধ্যে এ আয়োজনে যোগ দেন ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

আয়োজকরা জানান, গত বছরের মতো এবারও দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে ইফতারের আয়োজন করে সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। মধুর ক্যান্টিনে প্রথম রমজান থেকে শুরু হওয়া এ কার্যক্রমে থাকছে নানা ধরনের ইফতার আয়োজন। অনাড়ম্বর এ কার্যক্রমে কোনো শিক্ষার্থীদের ছবি তোলা হয় না, গোপন রাখা হয় পরিচয়। এছাড়া কারও সুপারিশেরও প্রয়োজন হয় না।

তারা আরও জানান, শিক্ষার্থীদের বিব্রত না করার প্রত্যয়ে পরিচালিত এ কর্মসূচীতে কেবলমাত্র শিক্ষার্থী পরিচয়েই মিলছে ইফতার। তাছাড়া ইফতার দেওয়া হচ্ছে প্যাকেট করে। যেন সঙ্গে করে নিতেও কোনো শিক্ষার্থী দ্বিধাগ্রস্ত না হন। বসে খাওয়ার জন্যে মধুর ক্যান্টিনের সামনে চেয়ারের ব্যবস্থা করা হয়েছে।

এ কার্যক্রমের বিষয়ে ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, শুধু করোনা নয়, যে কোনো প্রয়োজনে যে বাংলাদেশ ছাত্রলীগ শিক্ষার্থীদের পাশে থাকে, এই আয়োজন তারই প্রমাণ।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, করোনার পর শিক্ষা কার্যক্রম স্বাভাবিক হলেও আমরা বিবেচনায় রেখেছি একজন শিক্ষার্থীর কী কী জরুরি প্রয়োজন রয়েছে। অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ ছাত্রলীগ ইফতার একজন শিক্ষার্থীর জন্য অতি জরুরি প্রয়োজন মনে করেই এ আয়োজন করেছে।

ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক শেখ স্বাধীন মো. শাহেদ বলেন, ইফতার কার্যক্রমটি আমরা নিজেদের তত্ত্বাবধানে, নিজেরাই বাজার করে, নিজেদের হাতে প্রস্তুত করি। প্রতিদিন কয়েকশো শিক্ষার্থী আমাদের সঙ্গে মধুর ক্যান্টিনে ইফতারে যোগ দেন। এমন ধারাবাহিক আয়োজন এর আগে কখনো হয়নি। মাসব্যাপী এ কার্যক্রম ঈদের দিন সেমাই ও মিষ্টি বিতরণের মাধ্যমে শেষ হবে।

ছাত্রলীগের ধর্ম সম্পাদক তুহিন রেজা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশনায় মাসব্যাপী শিক্ষার্থীদের জন্য ইফতার বিতরণ কর্মসূচী সফলভাবে সম্পন্ন করতে যাচ্ছি। প্রতিদিন মধুর ক্যান্টিনে স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন করছি। এই ইফতার কর্মসূচী মানবিক ও সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]