25160

অজ্ঞান পার্টির খপ্পরে জবি শিক্ষার্থী

অজ্ঞান পার্টির খপ্পরে জবি শিক্ষার্থী

2022-05-12 06:15:01

বগুড়া থেকে ঢাকায় ফেরার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ফয়সাল আহম্মেদ। এ সময় তার কাছ থেকে নগদ ৬ হাজার ৮০০ টাকা, একটি ল্যাপটপ ও মোবাইল হাতিয়ে নিয়ে তাকে রাস্তার পাশে ফেলে রেখে যায়।

ওই শিক্ষার্থী বগুড়া থেকে ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফেরার পথে গত সোমবারে বগুড়ায় মোকামতলা বাস কাউন্টারে আসেন। সেখানে বাস না পেয়ে অজ্ঞাত এক ব্যক্তির সাথে সিএনজি নিয়ে অন্য বাসস্ট্যান্ডের উদ্দেশে রওনা হলে বগুড়ার শিবগঞ্জ থানাধীন মহাস্থান ইসলামি ব্যাংকের সামনে আসলে ওই ব্যক্তি ফয়সালকে মেরিন্ডার সাথে কিছু মিশিয়ে খাওয়ানোর সাথে সাথেই ফয়সাল অজ্ঞান হয়ে পড়ে যায়। পরে সেখান থেকে স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এখনো ফয়সাল সে হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

ফয়সালের কাছ থেকে ওই অজ্ঞাত ব্যক্তি প্রায় এক লাখ ৩০ হাজার টাকার মালামাল নিয়ে যায়। এ সবকিছু অভিযোগ হিসেবে উল্লেখ করে ওই অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে একজন স্বাক্ষীসহ শিবগঞ্জ থানায় অভিযোগ দায়ের করে ফয়সাল।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, আমি বিষয়টি শুনেছি। সে হাসপাতালে ভর্তি আছে। সে থানায় অভিযোগ করেছেন। বিভাগীয় চেয়ারম্যান বরাবর একটি আবেদনপত্র দিতে বলেছি। আমরা তাকে সর্বাত্মক সহযোগিতা করবো। 

শিবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার তানভীর হাসান বলেন, এ ছিনতাইটি সাধারণত অজ্ঞান পার্টিরা করে থাকে। একটি অভিযোগ দায়ের হয়েছে। বিষয়টি তদন্তাধীন আছে।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]