25178

বহুতল ভবন থেকে পড়ে পলিটেকনিক শিক্ষার্থীর মৃত্যু

বহুতল ভবন থেকে পড়ে পলিটেকনিক শিক্ষার্থীর মৃত্যু

2022-05-14 09:47:45

রাজধানীর কদমতলীর শনিরআখড়ায় একটি বহুতল ভবনের ছাদ থেকে পড়ে পলিটেকনিক শিক্ষার্থী আল-আমিন হোসেন রাজুর (২০) মৃত্যু হয়েছে।

কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) শংকর কুমার হীরা জানান, তাৎক্ষণিকভাবে জানতে পেরেছি ওই শিক্ষার্থী ভবনের ছাদ থেকে পড়ে মারা গেছেন। তবে, এ ঘটনার বিস্তারিত তথ্য অনুসন্ধান করা হচ্ছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।

রাজুর খালু আনোয়ার হোসেন জানান, রাজু ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার সায়েন্স বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তার কিছুটা শারীরিক প্রতিবন্ধকতা ছিল। শুক্রবার সন্ধ্যার পর একাই ছয়তলা ভবনের ছাদে যায়। কিছুক্ষণ পর সেখান থেকে নিচে পড়ে যায়। পরে আশপাশের লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হলে রাত ৯টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, রাজু চাঁদপুর জেলার কচুয়া থানার জামাল হোসেনের ছেলে। সে পরিবারের সঙ্গে শনির আখড়া সৃষ্টিধারা আবাসিক এলাকায় ভাড়া থাকত।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]