25226

বাসচাপায় কলেজছাত্র নিহত, শিক্ষার্থীদের সড়ক অবরোধ

বাসচাপায় কলেজছাত্র নিহত, শিক্ষার্থীদের সড়ক অবরোধ

2022-05-19 01:47:05

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার গুদিঘাটা এলাকায় বাসের চাপায় মিলন (১৮) নামের এক কলেজ ছাত্রের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (১৮ মে) সকাল ১০টার দিকে মঠবাড়িয়ার গুদিঘাটা পিজিএস মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনায় সহপাঠীর মুত্যুর খবর শুনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এসময় নিরাপদ সড়কের দাবি তুলেন বিক্ষোভরত শিক্ষার্থীরা।

জানা যায়, কলেজে যাওয়ার পথে রাস্তা পারাপারের সময় তুষখালী মহিউদ্দিন মহারাজ কলেজের প্রথম বর্ষের ছাত্র মো. মিলনকে চাপা দেয় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা রোহান পরিবহন নামের একটি বাস। দুর্ঘটনার পর বাসটি রাস্তায় ফেলে চালক পালিয়ে যায়। পরে টিকিকাটা ইউনিয়ন পরিষদের সম্মুখে ঘাতক বাসটিকে আটকিয়ে উত্তেজিত জনতা আগুন ধরিয়ে দেয়। ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় ২০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আসে।

নিহত মিলন মঠবাড়িয়া সদর ইউনিয়নের উত্তর মিঠাখালী গ্রামের রুহুল আমিন হাওলাদারের পুত্র এবং তুষখালী মহিউদ্দিন মহারাজ কলেজের প্রথম বর্ষের ছাত্র। স্থানীয়রা জানান,বাসটির গতি অতি বেশি থাকায় পথচারী পারাপারের সময় নিয়ন্ত্রণ হারিয়েই এই দুর্ঘটনা ঘটে।

এ ব্যাপারে ট্রাফিক পুলিশের সার্জেন্ট তরিকুল ইসলাম জানান, পাথরঘাটাগামী রোহান পরিবহন গুদিঘাটা এলাকায় ওই কলেজ ছাত্রকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে সে মারা যায়।

মঠবাড়িয়া থানার ওসি নুরুল ইসলাম বাদল জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে সাথে সাথেই পুলিশ ঘটনাস্থলে পৌছায়ে বাসটিকে জব্দ করে এবং লাশটি উদ্ধার করে উপজেলা হাসপাতালে পাঠায়। তদন্ত করে বাসটির চালক ও মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও কথা জানান তিনি।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]