25268

সঠিক পথেই পরিচালিত হচ্ছে দেশের শিক্ষাব্যবস্থা: শিক্ষামন্ত্রী

সঠিক পথেই পরিচালিত হচ্ছে দেশের শিক্ষাব্যবস্থা: শিক্ষামন্ত্রী

2022-05-22 19:24:09

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, করোনাকালীন দুর্যোগ মোকাবিলা করে দেশের শিক্ষাব্যবস্থা সঠিক পথে পরিচালিত হচ্ছে। পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতিতে শিক্ষাব্যবস্থাকে টেকসই করতে হলে প্রয়োজন সঠিক পরিকল্পনা এবং সেইসঙ্গে শিক্ষাক্রমকে যুগপোযোগী করতে হবে।

শনিবার (২১ মে) সন্ধ্যায় এশিয়ান সেন্টার ফর ইনক্লুসিভ এডুকেশন, বাংলাদেশের উদ্যোগে ষষ্ঠবারের মতো আয়োজিত ‘একীভূত শিক্ষাবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের’ সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের ফেস-টু-ফেস ভেন্যুতে তিনদিনব্যাপী সম্মেলনের সমাপনী অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। গেস্ট অব অনার হিসেবে ছিলেন ইউনেস্কো ঢাকা কার্যালয়ের প্রধান বিট্রিস কালদুন এবং সরকারের ন্যাশনাল কারিকুলাম ও টেক্সটবুক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. মশিউজ্জামান।

শিক্ষামন্ত্রী বলেন, সরকার এরইমধ্যে নতুন কারিকুলাম পরিমার্জন করেছেন। আমি আশা প্রকাশ করেছি যে, একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের শিক্ষাব্যবস্থা যথাযথ প্রস্তুতি নিয়ে এগিয়ে যাবে। এ আন্তর্জাতিক সম্মেলন বাংলাদেশ এবং বিশ্বের অন্যান্য দেশের শিক্ষাব্যবস্থার মধ্যে সমন্বয় তৈরিতে অগ্রণী ভূমিকা রাখবে।

বিশেষ অতিথির বক্তব্যে কারিগরি শিক্ষাব্যবস্থার ওপর গুরুত্বারোপ করে শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, দেশের শিক্ষাব্যবস্থার মূলধারায় কারিগরি শিক্ষা ব্যবস্থাকে ব্যাপকভাবে অন্তর্ভূক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। যার ফলে দেশের শিক্ষাব্যবস্থা একটি উৎপাদনমুখী শিক্ষাব্যবস্থায় রূপান্তরিত হবে।

সমাপনী দিনে এসিআইইর নিয়মিত আয়োজন ড. নিরাফাত আনাম মেমোরিয়াল ইনক্লুশন (নামি) অ্যাওয়ার্ড পঞ্চমবারের মতো দেওয়া হয়। প্রতি দুই বছর পরপর এ অ্যাওয়ার্ড দেওয়া হয়। একীভূত সমাজ গঠনে ভূমিকা রাখায় এ বছর প্রয়াত লিন্ডসে এলান চেয়েনকে এ সম্মাননা দিয়েছে।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]