25302

ঢাকা কলেজে ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইপাঠ প্রতিযোগিতা

ঢাকা কলেজে ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইপাঠ প্রতিযোগিতা

2022-05-25 04:57:24

ঢাকা কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী সংকলন ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইপাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ মে) সকাল ১১টা থেকে ১১টা ৪৫ মিনিট পর্যন্ত কলেজের বিভিন্ন গ্যালারি ও ক্লাস রুমে এই প্রতিযোগিতার লিখিত পরীক্ষা হয়।

এতে ঢাকা কলেজের একাদশ শ্রেণির ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ছাড়াও ঢাকা মহানগরীর বিভিন্ন কলেজের ১৭১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

ঢাকা মহানগরের অন্যান্য কলেজগুলো হলো সরকারি বাঙলা কলেজ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, মোহাম্মদপুর সরকারি কলেজ, আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, গবর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা কমার্স কলেজ, তেজগাঁও কলেজ ও শহীদ বেগম ফজিলাতুন্নেছা মুজিব সরকারি কলেজ।

কলেজ সূত্রে জানা গেছে, প্রতিবছরই ঢাকা কলেজে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের বঙ্গবন্ধু সম্পর্কে জানাতে ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইয়ের ওপর লিখিত প্রতিযোগিতা হয়। এবারও একাদশ শ্রেণির সব ছাত্রকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হয়েছে। ঢাকা কলেজের শিক্ষার্থীদের জন্য এই প্রতিযোগিতায় পাস নম্বর ধরা হয়েছে মোট নম্বরের ৫০ শতাংশ, অর্থাৎ ৫০ এর মধ্যে কমপক্ষে ২৫ নম্বর পেতে হবে। প্রাপ্ত নম্বর অর্ধ-বার্ষিক পরীক্ষায় যোগ হবে।

প্রতিযোগিতার আহ্বায়ক কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক পারভীন সুলতানা হায়দার বলেন, গত কয়েক বছর ধরেই ঢাকা কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বই উপহার হিসেবে দেওয়া হয়। সেই বইয়ের ওপরে পরবর্তীতে হয় প্রতিযোগিতা। আমরা চাই নতুন প্রজন্ম বঙ্গবন্ধু সম্পর্কে জানুক।

ভবিষ্যতে আরও বৃহৎ আকারে এ ধরনের আয়োজন হবে বলে জানান ঢাকা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক এ.টি.এম. মইনুল হোসেন।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]