25340

ইভটিজিংয়ের প্রতিবাদে পেটানোর অভিযোগ, ছাত্রদল বলছে ভিত্তিহীন!

ইভটিজিংয়ের প্রতিবাদে পেটানোর অভিযোগ, ছাত্রদল বলছে ভিত্তিহীন!

2022-05-28 19:50:11

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পাবিপ্রবি) শাখা ছাত্রলীগের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা-কর্মীদের মারধরের অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার বিকেল বেলা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এ মারধরের ঘটনা ঘটে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হামিদুর রহমান শামীম জানান,"পাবিপ্রবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমন এবং কর্মী আমিরুল ক্যাম্পাসে নিয়মিত মেয়েদের উত্যক্ত করে। আজকেও বাইক নিয়ে এসে মেয়েদের দিকে বাজে শব্দ করছিলো।এটা দেখে ছাত্রলীগকর্মী আপেল ও ফারুক প্রতিবাদ করতে গেলে ইমন ও আমিরুল চোখ রাঙায় এবং শহরে টিউশনি করতে গেলে মার দেওয়ার ভয় দেখায়। এ খবর জানতে পেরে আমরা এগিয়ে যায় কি ঘটনা শোনার জন্য। কিন্তু তারা আমাদের গালিগালাজ করতে থাকে।তখন বিশ্ববিদ্যালয়ে অবস্থানরত সাধারণ শিক্ষার্থীরা তাদের গণ ধোলাই দিয়ে ক্যাম্পাস থেকে বের করে দেয়।"

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক একরামুল হক লিমন জানান, "ছাত্রলীগের এই মন্তব্য ভিত্তিহীন।পাবিপ্রবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফসিউল হক ইমন আজই নতুন বাইক আতাইকুলা থেকে ক্রয় করে।পরে আতাইকুলা থেকে বাইক নিয়ে আসার সময় ক্যাম্পাসের ভেতর যায়। তখন ছাত্রলীগের একজন এসে বলে তোরা ছাত্রদল করিস, তোরা ক্যাম্পাসে আসছিস কেনো? এসব বলেই ১০/১২ জন মিলে এলোপাতাড়ি মারধর শুরু করে তারা। এ ঘটনার সময় ছাত্রলীগের লিংকন,শামীম, হিরা উপস্থিত ছিলো। আমি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতাকর্মীদের উপর ক্যাম্পাসে ছাত্রলীগের গুন্ডাদের কাপুরুশোচিত হামলার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এহেন সন্ত্রাসী হামলায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার ও ক্যাম্পাসে সকল ছাত্র সংগঠনের সহাবস্থানের দাবি জানাচ্ছি।"

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]