25413

বাস উল্টে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষার্থী আহত

বাস উল্টে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষার্থী আহত

2022-06-03 17:20:51

বাস উল্টে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অন্তত ১০ শিক্ষার্থী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে হাটহাজারী উপজেলার বড়দীঘির পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে বালুছড়া ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান।

 

তবে দুর্ঘটনার শিকার কয়েকজনের মোবাইল, মানিব্যাগ ও গুরুত্বপূর্ণ জিনিসপত্র খোয়া গেছে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।

ওই বাসে থাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ছাত্র আরিফ হোসেন ফয়সাল বলেন, বড়দীঘির পাড় এলাকায় এসে হঠাৎ বাসটির গতি বেড়ে যায়। এসময় মোড় নিতে গিয়ে সড়কের ডিভাইডারে সজোরে ধাক্কা লাগে। এরপর গাড়িটি উল্টে যায়।

 

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্রী সেফায়েত এ জান্নাত ইফাত বলেন, দুর্ঘটনায় আমরা অনেকেই আঘাত পেয়েছি। অনেকের মাথা ও শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্ত বের হচ্ছিল। আহতদের বেশিরভাগই বালুছড়া ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

চবি প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, আমরা বিষয়টি শুনেছি। একজন গুরুতর আহত হয়েছেন। বাকিদের খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]