25448

সীতাকুণ্ডের ঘটনায় দোষীদের বিচার ও ক্ষতিপূরণ দাবি ছাত্র ফেডারেশনের

সীতাকুণ্ডের ঘটনায় দোষীদের বিচার ও ক্ষতিপূরণ দাবি ছাত্র ফেডারেশনের

2022-06-07 05:04:32

সীতাকুণ্ডের ঘটনার তদন্ত করে দোষীদের বিচার ও নিহতদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন।

সোমবার (৬ জুন) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খান রিচার্ড ও সাধারণ সম্পাদক সৈকত আরিফ এক যৌথ বিবৃতিতে ৪১ নিহত ও প্রায় চার শতাধিক আহত হওয়ার ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে যৌথ বিবৃতিতে এ দাবি জানান।

নেতারা এই ভয়াবহ বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় সংগঠনের নেতা-কর্মীদের স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে অংশগ্রহণেরও নির্দেশনা দেন।

বিবৃতিতে জানানো হয়, বিস্ফোরণে হতাহতদের সহযোগিতা ও খোঁজ-খবর নিচ্ছেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন, চট্টগ্রাম মহানগর ও বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা।

সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক আরিফ উদ্দীন বলেন, ‘আহতদের জন্য রক্তসহ আণুষাঙ্গিক সহযোগিতা প্রয়োজন। যারা আশেপাশে আছেন, তাদের এগিয়ে আসার আহ্বান জানাই।’

পৃথক বিবৃতিতে মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে পুলিশি হামলার নিন্দা জানিয়ে নেতারা বলেন, ‘সরকার নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। সিন্ডিকেট রুখতে ব্যর্থ হওয়ার জনগণের নাভিঃশ্বাস উঠেছে। গার্মেন্টস শ্রমিকরা যখন বেতন বৃদ্ধির দাবি জানাচ্ছেন, তখন তাদের ওপর লাঠিচার্জ ও টিয়ারশেল ছোড়ার নিন্দা ও প্রতিবাদ জানাই।’

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]