25450

রণদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয়ে রাশিয়ান জাতীয় কবির জন্মবার্ষিকী উদযাপন

রণদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয়ে রাশিয়ান জাতীয় কবির জন্মবার্ষিকী উদযাপন

2022-06-07 05:34:36

ঢাকাস্থ ’রাশিয়ান হাউস’ এবং ’রণদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয়’ যৌথভাবে রাশিয়ার শ্রেষ্ঠ কবি ও আধুনিক রাশিয়ান সাহিত্যের প্রতিষ্ঠাতা আলেকজান্ডার সের্গেইভিচ পুশকিনের ২২৩তম জন্মবার্ষিকী উদযাপন করছে। বর্ণ্যাঢ্য আয়োজনে সোমবার (০৬ জুন) সকালে রণদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয়ের সবুজ ক্যাম্পাসে অনুষ্ঠানের প্রথম পর্বে আলোচনা সভা শুরু হয়।

এরপর আলেকজান্ডার সের্গেইভিচ পুশকিন ও রণদা প্রসাদ সাহার-ওপর নির্মিত দুটি প্রামাণ্য চিত্র দেখানো হয়।

আলোচনা সভায় আলেকজান্ডার সের্গেইভিচ পুশকিনের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন দৈনিক আজকের পত্রিকার উপ-সম্পাদক জাহেদ রেজা নূর এবং ধন্যবাদ জ্ঞাপন করেন রণদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য অধ্যাপক ড. মণীন্দ্র কুমার রায়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক দিবা মন্ডল।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ঢাকাস্থ রাশিয়ান হাউসের শিল্পীবৃন্দ ও রণদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পুশকিন রচিত কবিতা রাশিয়ান, ইংরেজি ও বাংলা ভাষায় আবৃত্তি করেন। সবশেষে একটি নাচের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করা হয়।

ঢাকাস্থ রাশিয়ান হাউসের সম্মানিত পরিচালক জনাব ম্যাক্সিম ডোবরাখোতোভ বিশেষ অতিথি এবং রুশ দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন মিস. একেতেরিনা সেমেনোভা গেস্ট অব অনার হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]