25453

আহতদের দেখতে চট্টগ্রাম মেডিকেলে চবি উপাচার্য

আহতদের দেখতে চট্টগ্রাম মেডিকেলে চবি উপাচার্য

2022-06-07 08:10:12

সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় আহতদের দেখতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) আসেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। সোমবার (৬ জুন) সন্ধ্যা ৬টায় উপাচার্য চট্টগ্রাম মেডিকেলে আসেন।

উপাচার্য আহতদের পরিবারের সঙ্গে কথা বলে সহানুভূতি প্রকাশ এবং তাদের চিকিৎসার ব্যাপারে কর্তব্যরত চিকিৎকদের সঙ্গে কথা বলেন।

 

এসময় উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক বেনু কুমার দে, প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া, সহকারী প্রক্টর অরুপ বড়ুয়া, চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যাপক ডা. সাহানা আখতার ও রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. কাঞ্চন চাকমা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, কন্টেইনার বিস্ফোরণে হতাহতের খবর শুনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আহতদের রক্ত দেওয়ার জন্য দ্রুততম সময়ের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছানোর জন্য চবি উপাচার্য ড. শিরীণ আখতার বিশ্ববিদ্যালয় থেকে বাস প্রদান করেন। এছাড়া দুর্ঘটনার পরদিন আহতদের মাঝে খাবার সরবরাহ করেন চবির জননেত্রী শেখ হাসিনা হলের ছাত্রীরা এবং বায়োলজিক্যাল ফ্যাকাল্টির শিক্ষার্থীরা। চবি উপাচার্য এসকল কাজে শিক্ষার্থীদের যাতাযাতের জন্য বাসের ব্যবস্থা করেন।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]