25487

ঢাবির ‘ঘ’ ইউনিটে শাবিপ্রবিতে অংশ নিচ্ছেন ১১৬৭ পরীক্ষার্থী

ঢাবির ‘ঘ’ ইউনিটে শাবিপ্রবিতে অংশ নিচ্ছেন ১১৬৭ পরীক্ষার্থী

2022-06-11 20:12:26

শনিবার (১১ জুন) বেলা ১১ টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ সেশনে ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরই অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) বিভাগীয় আঞ্চলিক কেন্দ্রে অংশ নিচ্ছেন ১ হাজার ১৬৭ জন পরীক্ষার্থী।

শনিবার (১১ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন শাবিপ্রবি কেন্দ্রের সমন্বয়ক অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার।

তিনি বলেন, শুক্রবার (১০ মার্চ) ঢাবির ক ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।

ভর্তি পরীক্ষায় ডিজিটাল জালিয়াতি ঠেকাতে আমরা সর্বোচ্চ সর্তক অবস্থাে আছি। এতে ক্যাম্পাস ও ক্যাম্পাসের আশেপাশের জায়গাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টিম কাজ করছে। তারা সবকিছু সার্বক্ষণিক নজরদারিতে রাখছে।

এদিকে শুক্রবার (৩ জুন) ঢাবির ‘গ’ ইউনিট এবং শনিবার (৪ জুন) খ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এতে ‘গ’ ইউনিটে ৩১৯ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ৩০৮জন, অনুপস্থিত ১১ জন। অন্যদিকে ‘খ’ ইউনিটে ৯৩৯ জনের মধ্যে উপস্থিত ছিল ৯০৯ জন, অনুপস্থিত ৩০ জন পরীক্ষার্থী। সর্বশেষ শুক্রবার (১০ জুন) ‘ক’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ২ হাজার ৮৯৫ জনের মধ্যে উপস্থিতি ছিল ২ হাজার ৭৩৬, উপস্থিতির হার ৯৪.৫ শতাংশ। অনুপস্থিতি ১৫৯ জন অর্থাৎ ৫.৫ শতাংশ।

এছাড়া আগামী শুক্রবার (১৭ জুন) চ-ইউনিটে ৭৫ জন শিক্ষার্থী শাবিপ্রবির ক্যাম্পাসে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]