25546

বন্যাকবলিত শাবি শিক্ষার্থীদের উদ্ধার করছে বিজিবি

বন্যাকবলিত শাবি শিক্ষার্থীদের উদ্ধার করছে বিজিবি

2022-06-18 09:09:51

টানা ভারী বর্ষণে সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বন্যায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্লাবিত হওয়ায় হল ছাড়ছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের উদ্ধারে কাজ করছেন বিজিবি সদস্যরা। শুক্রবার (১৭ জুন) দুপুর থেকেই তারা শিক্ষার্থীদের উদ্ধারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কাজ করছেন।

বর্তমানে ক্যাম্পাসে কোমড় পানি বিরাজ করছে। বিশ্ববিদ্যালয়ের দুটি ছাত্রী হলে গতকাল থেকেই পানি উঠেছে। সকাল থেকে বিদ্যুৎহীন হয়ে পড়েছে পুরো ক্যাম্পাস। নিরাপদ পানির সংকটে পড়েছেন আবাসিক হলের শিক্ষার্থীরা।

 

পরে বিশ্ববিদ্যালয়ের জরুরি এক সিন্ডিকেট সভায় আগামী ২৫ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।

উদ্ভূত বন্যা পরিস্থিতিতে শিক্ষার্থীদের উদ্ধার কাজে নিয়োজিত এক বিজিবি কর্মকর্তা বলেন, শিক্ষার্থীরা যতক্ষণ আছেন, ততক্ষণ আমরা তাদের সহযোগিতায় কাজ করে যাব। তাদের যে কোনো সহায়তায় আমরা পাশে থাকব।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইশরাত ইবনে ইসমাইল বলেন, বন্যা পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে। সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের নিরাপদে পৌঁছে দিতে আমরা কাজ করে যাচ্ছি। আমরা সিলেট কদমতলী বাস স্ট্যান্ড পর্যন্ত শিক্ষার্থীদের নিরাপদে পৌঁছে দিতে বাসের ব্যবস্থা করেছি। বিশ্ববিদ্যালয়ে যতক্ষণ পর্যন্ত শিক্ষার্থীরা থাকবে, ততক্ষণ আমরা তাদের নিরাপদে রাখতে কাজ করে যাব।

এছাড়াও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে শিক্ষার্থীদের নিরাপদ স্থানে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছেন বিজিবি সদস্যরা। আমরা একসঙ্গে শিক্ষার্থীদের নিরাপদে পৌঁছে দিতে কাজ করে যাব।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]