25565

স্টামফোর্ড সাংবাদিক ফোরামের বৃক্ষরোপণ কর্মসূচি

স্টামফোর্ড সাংবাদিক ফোরামের বৃক্ষরোপণ কর্মসূচি

2022-06-21 02:18:10

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (২০ জুন) সকালে রাজধানীর সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে কর্মসূচির উদ্বোধন করা হয়।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. ইউনুছ মিয়া, পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার, আইন বিভাগের চেয়ারম্যান সেলিনা আক্তার, ফোরামের কনভেনর মোশাররফ হোসেন মামুন, সাংবাদিকতা বিভাগের শিক্ষক সামিয়া আসাদি, সাংবাদিক ফোরামের সাবেক প্রতিষ্ঠাকালীন সভাপতি সাইফুল মাসুম।

অতিথির বক্তব্যে উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. ইউনুছ মিয়া বলেন, 'স্টামফোর্ড ইউনিভার্সিটি একটা গ্রীণ ক্যাম্পাস। পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং জলবায়ুর বিরূপ ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেতে বৃক্ষরোপন, বৃক্ষের পরিচর্যার বিকল্প নেই। গাছ কার্বনডাইঅক্সাইড গ্রহণ করে আমাদেরকে অক্সিজেন দেয়। স্টামফোর্ড সাংবাদিক ফোরাম বৃক্ষরোপণ কর্মসূচির যে উদ্যোগ গ্রহণ
করেছে তা প্রসংশনীয়।'

পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার বলেন, স্টামফোর্ড ইউনিভার্সিটি অনেক ভালো কাজ করে থাকে তার মধ্যে একটি হলো এই সুন্দর একটা ক্যাম্পাস ধরে রাখার জন্য নিয়মিতই বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করে থাকেন। এর মধ্য দিয়ে ক্যাম্পাসে সবুজায়ন নিশ্চিত করা হয়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন প্রত্যেককে অন্তত ৩ টি করে গাছ লাগানোর জন্য বঙ্গবন্ধুর জন্মশতবর্ষেও গাছ লাগানোকেই গুরুত্ব দেওয়া হয়েছে।'

ফোরামের সভাপতি আকরাম হোসেন নাঈমের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, ফোরামের সহ-সভাপতি আফরোজা আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক জাকিউর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মেহেরা রহমান সিমরান, কার্যনির্বাহী সদস্য ঐর্ষয্য ইকা, নুসরার জাহান, রাশেদুলসহ ফোরামের সদস্যবৃন্দ।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]