25588

রাবিতে রাত ৮টার পর সব দোকান বন্ধের নির্দেশ

রাবিতে রাত ৮টার পর সব দোকান বন্ধের নির্দেশ

2022-06-22 09:25:32

ক্যাম্পাসের মধ্যে থাকা সব দোকান রাত ৮টার পর বন্ধ করার নির্দেশ দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। দেশে বিদ্যুৎ ও জ্বালানী সাশ্রয়ের নিমিত্তে সরকারের দেয়া ঘোষণার পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা দেয়া হয়।

মঙ্গলবার (২১ জুন) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দেশে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকার রাত ৮টার পর জরুরি দোকানপাট ছাড়া অন্যসব দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। সেই পরিপ্রেক্ষিতে ক্যাম্পাসের অভ্যন্তরে অবস্থানরত দোকানপাট রাত ৮টার পর খোলা না রাখার নির্দেশ দেয়া হয়েছে। পরবর্তী ঘোষণা ছাড়া বিশ্ববিদ্যালয়ে এ নির্দেশনা চলমান থাকবে বলে জানান তিনি।

উল্লেখ্য, গত ১৬ জুন বিশ্বব্যাপী জ্বালানীর অব্যাহত মূল্যবৃদ্ধিজনিত বিদ্যমান পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানী সাশ্রয়ের নিমিত্তে রাত ৮টার পর সারাদেশে দোকান, শপিংমল, মার্কেট , বিপনীবিতান , কাঁচা বাজার ইত্যাদি খোলা না রাখার নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]