25604

বন্যাকবলিত জাবি শিক্ষার্থীদের ফ্রি খাওয়াবে মাস্তুরি রেস্তোরাঁ

বন্যাকবলিত জাবি শিক্ষার্থীদের ফ্রি খাওয়াবে মাস্তুরি রেস্তোরাঁ

2022-06-24 02:57:02

চলমান বন্যাকবলিত এলাকা থেকে উঠে আসা আর্থিক সমস্যায় থাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে খাবারের ব্যবস্থা করেছে ‘মাস্তুরি ফুড প্যাভিলিয়ন’।

জাবিসংলগ্ন গেরুয়া বাজার এলাকার এ রেস্তোরাঁটিতে নিজেদের পরিচয় গোপন রেখে খেতে পারবেন শিক্ষার্থীরা। বেলা ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত খাবার পরিবেশন করা হবে। বন্যার প্রকোপ যতদিন থাকবে ততদিন এ উদ্যোগ চলবে।

বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরে মাস্তুরি ফুড প্যাভিলিয়নের স্বত্বাধিকারী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেন।

মাহবুব আলম বলেন, ‘নানা মাধ্যম থেকে আমাদের কাছে খবর আসছে চলমান বন্যায় অনেক শিক্ষার্থীর পরিবারের অবস্থা নাজুক হয়ে পড়েছে। ফলে তাদের বাড়ি থেকে টাকা পাঠানো বন্ধ হয়ে গেছে। টিউশনও পাচ্ছে না। এ অবস্থায় তিনবেলা খাবারের অর্থ জোগান দিতে হিমশিম খাচ্ছেন কিছু শিক্ষার্থী। তাই আমি এ উদ্যোগ নিয়েছি। বন্যাকবলিত অঞ্চল থেকে উঠে আসা আর্থিক সমস্যায় থাকা যেকোনো জাবি শিক্ষার্থী মাস্তুরি রেস্টুরেন্টে এসে শতভাত বিনামূল্যে খাবার খেতে পারবেন।’

তিনি আরও বলেন, ‘এক্ষেত্রে এখানে আসা শিক্ষার্থীদের পরিচয় গোপন রাখা হবে। বন্যার প্রকোপ যতদিন আছে ততদিন আমাদের এ উদ্যোগ চলমান থাকবে। এ উদ্যোগকে আরও বড় পরিসরে নিয়ে যেতে কেউ চাইলে পাশে দাঁড়াতে পারবেন।’

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]