25645

বরিশাল বিশ্ববিদ্যালয়ে কর্মচারী ফেডারেশনের ১১ দফা দাবিতে মানবন্ধন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে কর্মচারী ফেডারেশনের ১১ দফা দাবিতে মানবন্ধন

2022-06-30 04:18:35

ক্যাম্পাস রিপোর্টারঃ পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের পেশাগত বৈষম্য দূরীকরণ ও কর্মচারী নিয়োগ পদন্নোতি এবং পদোন্নয়ন সংক্রান্ত ইউজিসি কর্তৃক অভিন্ন নীতিমালা প্রকাশসহ ১১ দফা দাবিতে মানববন্ধন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় কর্মচারী কল্যাণ পরিষদ (গ্রেড ১১-২০)।

আজ বুধবার দুপুর ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে বরিশাল পটুয়াখালী মহাসড়কের পাশে তারা মানববন্ধন করেছেন।

মো.আরিফ হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মচারী কল্যাণ পরিষদ(গ্রেড-১১-১৬) এর সাধারণ সম্পাদক মোঃ রোকনউজ্জামান,সভাপতি শাহজাদা খান এবং গ্রেড ১৭-২০ এর সভাপতি শেখ ফরিদুল ইসলাম ও ও সাধারণ সম্পাদক শফিকুর রহমান।এছাড়াও মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ আন্ত:বিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের সভাপতি মহিউদ্দিন খন্দকার ও সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সহ অন্যান্যরা।

এসময় বক্তারা ইউজিসির প্রকাশিত নীতিমালার বিরোধিতা করে অভিন্ন নীতিমালা প্রকাশের আহবান জানায়৷ তারা মনে করে, ইউজিসির প্রকাশিত নীতিমালা বিশ্ববিদ্যালয় কর্মচারীদের সংগঠন বাংলাদেশ আন্তঃ কর্মচারী ফেডারেশন(বাআবিফ) এর সাথে কোনো ধরনের আলোচনা না করে নথি তৈরি করেছে যা হাস্যকর বলে দাবি করেছেন। এ সময় তারা ১১ দফা দাবি উপস্থাপন করে এবং দ্রুত এই আইন সংশোধনের জন্য আহ্বান রাখেন৷

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]