25652

করোনা বেড়ে যাওয়ায় অনলাইন ক্লাসে যাচ্ছে বুয়েট

করোনা বেড়ে যাওয়ায় অনলাইন ক্লাসে যাচ্ছে বুয়েট

2022-07-01 03:12:55

করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আবারও অনলাইন ক্লাসে যাচ্ছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।

বুধবার (২৯ জুন) বুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ফোরকান উদ্দীন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সম্প্রতি কোভিড-১৯ এর সংক্রমণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় জুলাই মাসের ২ তারিখ থেকে স্নাতকোত্তর পর্যায়ের অনুষ্ঠিতব্য সব ক্লাশ অনলাইনে অনুষ্ঠিত হবে।

স্বত্বাধিকারী: তানভীর সিনহা
সম্পাদক: মো. খালেদ রায়হান
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
ঠিকানা: হাউজ ৬, রোড ১৪, সেক্টর ০৪, উত্তরা
যোগাযোগের নাম্বার: +৮৮০১৬৮৭২৮২৮২৬
ইমেইল: m.k.rayhan15@gmail.com