25668

ইবিতে ঈদের ছুটিতে বন্ধ দোকানপাট, নিষেধাজ্ঞা বহিরাগত প্রবেশে

ইবিতে ঈদের ছুটিতে বন্ধ দোকানপাট, নিষেধাজ্ঞা বহিরাগত প্রবেশে

2022-07-03 20:35:37

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শনিবার (২ জুলাই) থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছুটি শুরু হয়েছে। আগামী ১৬ জুলাই পর্যন্ত চলবে ছুটি।

ছুটি উপলক্ষে শনিবার (২ জুলাই) সকাল ১০টার আগেই হল ত্যাগ করেছে শিক্ষার্থীরা।

এদিকে ঈদের ছুটিতে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ।

একই সঙ্গে ক্যাম্পাসের অভ্যন্তরে সব দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আইন-শৃঙ্খলা বিষয়ক এক সভায় এ সিদ্ধান্ত নিয়েছেন।

শনিবার (২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান নিরাপত্তা কর্মকর্তা আব্দুস সালাম সেলিম এ তথ্য নিশ্চিত করছেন।

তিনি বলেন, ২ থেকে ১৫ জুলাই বিশ্ববিদ্যালয় ও আবাসিক হলসমূহ বন্ধ থাকবে। তাই এসময় অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কায় বহিরাগত প্রবেশ নিষিদ্ধ ও ক্যাম্পাসের অভ্যন্তরে রেঁস্তোরা, হোটেল, ফটোকপি, চায়ের দোকানসহ সব দোকান বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

তবে কোরবানির জন্য আবাসিক এলাকা ও বিশ্ববিদ্যালয়ের লেক এলাকায় দুইটি দোকান খোলা রাখার অনুমোদন দিয়েছে কর্তৃপক্ষ।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]