25700

ক্যাম্পাস টাইমসসহ ৪৫টি নিউজ পোর্টালকে নিবন্ধনের অনুমতি

ক্যাম্পাস টাইমসসহ ৪৫টি নিউজ পোর্টালকে নিবন্ধনের অনুমতি

2022-07-15 04:20:35

ক্যাম্পাস টাইমস.প্রেসসহ আরও ৪৫টি অনলাইন নিউজ পোর্টালকে নিবন্ধনের জন্য অনুমতি দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১৪ জুলাই) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস-১ শাখা থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে এসব সংবাদ মাধ্যমকে সরকারি বিধি-বিধান অনুসরণ করে নির্ধারিত ফি জমা দিয়ে ২০ কার্যদিবসের মধ্যে তথ্য অধিদফতর থেকে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে।

৪৫টি নিউজ পোর্টাল: ক্যাম্পাস টাইমস.প্রেস, ঢাকা পোস্ট, ঢাকা প্রকাশ ২৪, ডেইলি চাকরি, গুরুকূললাইভ, বাংলা নিউজ ডট কম, সিভয়েজ ২৪, দেশ নিউজ বিডি, কিংস নিউজ ২৪, ভিশন নিউজ ২৪, দুর্বীণ ডট নিউজ, পরিষদ বার্তা, বাংলা গেজেট, এসপিএন বিডি, গ্লোবাল নিউজ, চট্রগ্রাম ২৪, স্টার সংবাদ, সারাদিন, বহুমাত্রিক, এনএনবি, পলিটিক্স নিউজ ২৪, এমটি নিউজ ২৪, বিনিয়োগ বার্তা, আর্ট নিউজ, বিজিনেস ২৪ বিডি, বিডি টাইমস নিউজ, নিউজ নাউ ২৪, সিএইচডি নিউজ ২৪, পদ্মা টাইমস ২৪, ওয়াল্ড গ্লোবাল ২৪, সিলেট ভিউ ২৪, ভয়েজ অফটিগার, বাংলা আওয়ার, গ্রীন বাংলা অনলাইন ২৪, অধিকার পত্র, বার্তা জগৎ ২৪, শ্যামলী নিউজ ২৪, সোনালী নিউজ, দেশ সমাচার, নিউজ নাউ বাংলা, পার্বত্য নিউজ, পদ্মা নিউজ, অর্থ সংবাদ, ল নিউজ ২৪ এবং নিউজ জোন বিডি।

ক্যাম্পাসটাইমস.প্রেস ইসমাইল হোসেন রাসেল ও ব্যাবস্থাপনা সম্পাদক এম এ লতিফ পরিচালিত একটি ক্যাম্পাস ভিত্তিক শিক্ষামূলক অনলাইন  সংবাদ মাধ্যম। 

স্বত্বাধিকারী: তানভীর সিনহা
সম্পাদক: মো. খালেদ রায়হান
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
ঠিকানা: হাউজ ৬, রোড ১৪, সেক্টর ০৪, উত্তরা
যোগাযোগের নাম্বার: +৮৮০১৬৮৭২৮২৮২৬
ইমেইল: m.k.rayhan15@gmail.com