25766

জাবির ‘সি’ ইউনিটের ফল প্রকাশ, বেলায়েতের স্বপ্নভঙ্গ

জাবির ‘সি’ ইউনিটের ফল প্রকাশ, বেলায়েতের স্বপ্নভঙ্গ

2022-08-03 01:46:48

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিটভুক্ত কলা ও মানবিক অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি অনুষদের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ৫৫ বছর বয়সী বেলায়েত শেখ এই ইউনিটের পরীক্ষায় অংশ নিলেও ভর্তির সুযোগ হয়নি তার। মঙ্গলবার (২ আগস্ট) সকালে এ ফল প্রকাশ করা হয়।

নিয়ম অনুযায়ী নির্ধারিত আসনের ১০ গুণ বেশি সংখ্যক পরীক্ষার্থীর মেধাতালিকা ফলাফলে উল্লেখ করা হয়। তবে সেই তালিকায় বেলায়েতের স্থান হয়নি।

ফলাফল শোনার পর অভিব্যক্তি ব্যক্ত করে বেলায়েত শেখ বলেন, ‘আমার ভাগ্য হয়ত অনেক মন্দ। পরবর্তী পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, সেই প্রস্তুতি চালিয়ে যাচ্ছি।’

‘সি’ ইউনিটভুক্ত কলা ও মানবিক অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিউটে ৪৬৬টি আসনের বিপরীতে আবেদনকারীর সংখ্যা ছিল ৫৩ হাজার ৪৩০ জন।

শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার নির্ধারিত ওয়েবসাইটে juniv-admission.org লগ-ইন করে জাবির ‘সি’ ইউনিটের ফল দেখতে পারবেন।

স্বত্বাধিকারী: তানভীর সিনহা
সম্পাদক: মো. খালেদ রায়হান
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
ঠিকানা: হাউজ ৬, রোড ১৪, সেক্টর ০৪, উত্তরা
যোগাযোগের নাম্বার: +৮৮০১৬৮৭২৮২৮২৬
ইমেইল: m.k.rayhan15@gmail.com