25768

গবেষণায় চৌর্যবৃত্তি ধরতে ঢাবির নতুন সফটওয়্যার

গবেষণায় চৌর্যবৃত্তি ধরতে ঢাবির নতুন সফটওয়্যার

2022-08-03 04:08:42

বাংলা গবেষণায় সিমিলারিটি ইনডেক্স নির্ণয় করতে একটি সফটওয়্যার উদ্ভাবন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। গবেষণাসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে চৌর্যবৃত্তি ধরার সহযোগী সিমিলারিটি ইনডেক্স নির্ণয়কারী সফওয়্যারটির নাম ‘dubd21’।

মঙ্গলবার (২ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে বাংলা টেক্সট সিমিলারিটি নির্ণয়ের এ সফটওয়্যার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

চৌর্যবৃত্তি নির্ণয়ের এই সফটওয়্যারটি উদ্ভাবনে নেতৃত্বে ছিলেন বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক আবদুস সাত্তার।

প্রাইমারি সোর্স হিসেবে ‘dubd21’ নামের এই সফটওয়্যারটিতে বাংলা ভাষায় লিখিত বিভিন্ন রিসার্চ আর্টিকেল, অ্যাসাইনমেন্ট অন্তর্ভূক্ত করা হবে। সেক্ষেত্রে উইকিপিডিয়াসহ বিভিন্ন গবেষণা জার্নালকে ব্যবহার করা হবে। তারপর নতুন কোনো গবেষণার সিমিলারিটি ইনডেক্স নির্ণয়ের জন্য সফটওয়্যারে ইনপুট করা হলে সফটওয়্যার সেটি নির্ণয় করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আবদুস সাত্তার বলেন, ‘এই সফটওয়ারের আরও কাজ হবে। প্রাইমারি সোর্স অন্তর্ভূক্ত করাসহ এতে অনেক কিছু সংযোজন করতে হবে। তারপর নীতিমালার আলোকে আমরা এটিকে কমার্শিয়ালি লঞ্চ করব।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘এই সফটওয়্যার উদ্ভাবনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় এক নতুন যুগে পদার্পণ করেছে। এটি আমাদের অসাধারণ একটি অর্জন। ইন্ডাস্ট্রি-একাডেমিয়া অ্যালায়েন্স তৈরিতে এই সফটওয়্যার অবদান রাখবে। যেটি আমাদের র‍্যাংকিংয়েও প্রভাব ফেলবে। বাংলা ভাষাভাষী বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ এটি ব্যবহার করতে পারবে। বিশ্ববিদ্যালয়, দেশ-জাতি তথা সভ্যতার উন্নয়নে এটি নানাভাবে অবদান রাখবে।’

 

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]