25783

ভিসি পদক পেলেন শাবিপ্রবির তিন গবেষক

ভিসি পদক পেলেন শাবিপ্রবির তিন গবেষক

2022-08-09 04:19:52

গবেষণায় বিশেষ অবদান রাখায় ভাইস চ্যান্সেলর (ভিসি) পদক পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) তিনজন গবেষক।

সোমবার (৮ আগস্ট) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-২ এর সিন্ডিকেট সভাকক্ষে পদকপ্রাপ্ত শিক্ষকদের ক্রেস্ট ও চেক দেওয়া হয়।

পদকপ্রাপ্ত তিনজন গবেষক হলেন- অ্যাপ্লাইড সায়ন্সেস অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরিতে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়ন্সেস বিভাগের অধ্যাপক ড. মো. তামেজ উদ্দিন, লাইফ সায়ন্সেস ক্যাটাগরিতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাকির হোসেন এবং ফিজিক্যাল সায়ন্সেস ক্যাটাগরিতে ওশেনোগ্রাফি বিভাগের সহকারী অধ্যাপক সুব্রত সরকার।

অনুষ্ঠানে সাস্ট রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

 

এ সময় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ পদকপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বলেন, একটি বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানসম্পন্ন করতে গবেষণা বৃদ্ধির বিকল্প নেই। এ লক্ষ্য অর্জনে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় এক কোটি টাকার গবেষণা বাজেট ৮ কোটি টাকায় উন্নীত করা হয়েছে। আগামী বছরে গবেষণা বরাদ্দ ১০ কোটি টাকায় উন্নীত করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আমরা প্রত্যাশা করি ভাইস চ্যান্সেলর পদক এ বিশ্ববিদ্যালয়ের গবেষকদের আরও উজ্জীবিত করতে কার্যকরী ভূমিকা পালন করবে।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]