25809

দুপুরে বুয়েট প্রশাসনের সঙ্গে বসবেন শিক্ষার্থীরা

দুপুরে বুয়েট প্রশাসনের সঙ্গে বসবেন শিক্ষার্থীরা

2022-08-14 18:28:53

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ক্যাফেটেরিয়ায় ছাত্রলীগের ব্যানারে রাজনৈতিক কর্মসূচি আয়োজনের ঘটনায় আজ (১৩ আগস্ট) বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে শিক্ষার্থীদের একটি সভা আহ্বান করা হয়েছে। এ সভায় শিক্ষার্থীরা বুয়েট ক্যাম্পাসে রাজনৈতিক ব্যানারের বিষয়ে তাদের উদ্বেগের কথা প্রশাসনকে জানাবেন।

বুয়েটের আন্দোলনকারী শিক্ষার্থীরা জানিয়েছেন, সভায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক মিজানুর রহমান উপস্থিত থাকবেন। এদিন দুপুর ১টায় এ সভা অনুষ্ঠিত হবে। সভায় আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে ছাত্র প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

এর আগে, গতকাল শনিবার বুয়েট ক্যাফেটেরিয়ায় ছাত্রলীগের ব্যানারে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এ ঘটনার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। তবে আয়োজকরা জানিয়েছেন, এটা কোনো রাজনৈতিক কর্মসূচি নয়। বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় শোক দিবস সামনে রেখে দোয়ার আয়োজন করা হয়।

শিক্ষার্থীদের বিক্ষোভের বিষয়টি জানতে পেরে দ্রুত অনুষ্ঠান শেষে করে সেখান থেকে চলে যান ছাত্রলীগের নেতারা। এরপর সন্ধ্যা সাড়ে ৭টায় বুয়েটের অডিটোরিয়ামের সামনে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।

এদিকে, শিক্ষার্থীদের বিক্ষোভ শুরুর কিছুক্ষণ পর বুয়েট ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকসহ বেশ কয়েকজন শিক্ষার্থীদের সামনে আসেন। সাবেক ওই সাধারণ সম্পদাক বলেন, ‘আমরা শুধুমাত্র জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের জন্য দোয়া করতে আসছি।’

এসময় বুয়েটের আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, বঙ্গবন্ধুকে আমরা সবাই ভালোবাসি। বঙ্গবন্ধু সবার। ওনার জন্য দোয়া করতে ছাত্রলীগের ব্যানার কেন ব্যবহার করতে হবে? বিশ্ববিদ্যালয় তো বঙ্গবন্ধুর জন্য দোয়ার অনুষ্ঠান করতো। এরপর ছাত্রলীগের ব্যানারে আয়োজিত কর্মসূচি ও তাদের আন্দোলন নিয়ে বিবৃতি দেয় শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, ২০১৯ সালে বুয়েটের শেরেবাংলা হলে ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার পর থেকে ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেই সূত্র ধরে ছাত্রলীগের এই কর্মসূচির প্রতিক্রিয়া জানিয়ে বিক্ষোভ করেছেন বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]