25810

১৩ বছর ধরে বুয়েট নিয়ন্ত্রণ করছে সিণ্ডিকেট: দাবি নাজমুলের

১৩ বছর ধরে বুয়েট নিয়ন্ত্রণ করছে সিণ্ডিকেট: দাবি নাজমুলের

2022-08-14 18:38:13

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্রলীগের সাবেক নেতাকর্মীরা রাজনৈতিক ব্যানারে কর্মসূচির আয়োজন করে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। এ নিয়ে বুয়েট শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন আলোচনা সভায় অংশগ্রহণকারীরা। রাজনৈতিক কর্মসূচির প্রতিবাদে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ করেন।

পরে শিক্ষার্থীদের বোঝাতে ব্যর্থ হয়ে দ্রুত ক্যাম্পাস ত্যাগ করেন ছাত্রলীগের সাবেক নেতাকর্মীরা। এ ঘটনায় ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম দাবি করছেন ১৩ বছর ধরে একটি সিন্ডিকেট বুয়েটের নিয়ন্ত্রণ করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে এ দাবি করেছেন নাজমুল। তার পোস্টটি হুবহু তুলে ধরা হলে, ‘বুয়েটসহ সকল ইন্জিনিয়ারিং শিক্ষাপ্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠান একটি মাত্র সিন্ডিকেট লিজ নিয়ে রেখেছে । নেতা হওয়া থেকে শুরু করে প্রতিষ্ঠানের গাছের পাতাও তাদের ইশারা ছাড়া নড়ে না এবং আশ্চর্যজনক হলেও সত্য দুঃসময়ের ছাত্রনেতাদের বিতাড়িত করে নতুনদের দিয়েই চলছে সিন্ডিকেটের নিয়ন্ত্রণ গত ১৩ বছর যাবত ।

বুয়েটের আজকের এই নাজুক পরিস্থিতির জন্য ইন্জিনিয়ার নিয়ন্ত্রনকারী সিন্ডিকেট দায়ী । তাদের বিচার করতে হবে আগে । ফাউ ফাউ চিল্লায়া লাভ নাই । সম্মানিত ইন্জিনিয়ারদের নিয়ে যে বিশাল উপকমিটি আছে, তাদের পেছনে পেছনে বুয়েটে ১৫ আগস্ট জাতির জনকের শোক দিবসের যে কোন প্রোগ্রামে যেতে চাই ।

আর যদি না পারেন আত্মসমর্পন করেন, ক্ষমা চান বুয়েটের সাবেক ছাত্রনেতাদের কাছে যাদের দূরে সড়িয়ে রেখেছেন। বুয়েট একটুও সময় লাগবে না!!! শুধু পলাশী থেকে হাঁটলেই সব প্রতিক্রিয়াশীলরা পালাবে লাগবেন বাজি ?????’

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]