25876

শিক্ষামন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শিক্ষামন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

2022-08-30 04:49:55

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত দ্যা রিপাবলিক অব কুরিয়ার রাষ্ট্রদূত মি. লি জং কেউন।

সোমবার (২৯ আগস্ট) সচিবালয়ে শিক্ষামন্ত্রীর দফতরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এই সময় রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার দ্বিতীয় বৃহত্তম উন্নয়ন পার্টনার। দুই দেশের মধ্যে বাণিজ্য বর্তমানে অতীতের যে কোনো সময়েল বেশি। রাষ্ট্রদূত দ.কোরিয়ার অর্থায়নে বাংলাদেশে উপজেলা পর্যায়ে বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) এর আওতাধীন উপজেলা আইসিটি ট্রেনিং রিসোর্স সেন্টার ফর এটুকেশন (ইউআইটিআরসিই)-এর তৃতীয় ফেইজ চালু করার আগ্রহ ব্যাক্ত করেন।

প্রথম পর্যায়ে কোরিয়ার অর্থায়নে ১০০টি উপজেলায় ইউআইটিআরসিই নির্মাণ করা হয়েছে। দ্বিতীয় ফেইজে ১৬০টি নির্মাণাধীন রয়েছে।

শিক্ষামন্ত্রী শিক্ষায় কোরিয়ার অর্থায়নের জন্যে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই সহযোগীতা উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যাক্ত করেন।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]