26020

ইডেনের ঘটনা তদন্তে ছাত্রলীগের তদন্ত কমিটি

ইডেনের ঘটনা তদন্তে ছাত্রলীগের তদন্ত কমিটি

2022-09-25 21:28:35

রাজধানীর ইডেন মহিলা কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের কোন্দলের ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে বাংলাদেশ ছাত্রলীগ। রোববার (২৫ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেইজে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় নির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, বাংলাদেশ ছাত্রলীগ, ইডেন মহিলা কলেজ শাখায় সংঘটিত বিশৃঙ্খলার তদন্তে দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

 

কমিটির সদস্যরা হলেন— বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ছাত্র তিলোত্তমা শিকদার ও সহ-সম্পাদক বেনজির হোসেন নিশি।

এ কমিটিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সুপারিশসহ তদন্ত প্রতিবেদন কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দিতে নির্দেশ দেওয়া হয়।

প্রসঙ্গত, ইডেন মহিলা কলেজে পাল্টাপাল্টি অভিযোগে গতকাল রাত ১১টার দিকে মুখোমুখি অবস্থান নেয় কলেজ ছাত্রলীগের দুই গ্রুপ। কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌসকে নির্যাতনের অভিযোগে সভাপতি তামান্না জেসমিন রিভা, সম্পাদক রাজিয়া সুলতানা ও তাদের অনুসারী সমর্থকদের মধ্যে কোন্দল তৈরি হয়। এরপর থেকে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]