26031

রাজধানী থেকে রাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানী থেকে রাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

2022-09-28 02:54:26

রাজধানীর একটি ভাড়া বাসা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে মুগদা থানার মানিক নগর এলাকায় তার স্বামীর ভাড়া বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ।

ছন্দা রায় নামে ওই তরুণী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের (২০১৫-১৬) সেশনের শিক্ষার্থী ছিলেন। তার বাসায় ঠাকুরগাঁও জেলায়। তিনি তার স্বামীর সঙ্গে ঢাকার মুগদায় ভাড়া বাসায় থাকতেন।

এ খবর নিশ্চিত করে ছন্দা রায়ের মেজো বোন দ্বীপা রায় জানান, তিন মাস আগে তার বোনের পছন্দের ছেলের সঙ্গে তারা তাকে বিয়ে দেন। তার স্বামী উত্তম কুমার রায় একটি ব্যাংকের কর্মকর্তা। চাকরি সূত্রে স্বামীর সঙ্গে ঢাকায় থাকত। গতকাল (সোমবার) বিকেলে নিজ রুমের ফ্যানের সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, তার বোন মৃত্যুর আগে একটি সুইসাইড নোট লিখে গেছেন। তাতে লেখা ছিল, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’

দ্বীপা রায় বলেন, ‘আমি তার হাতের লেখার সাথে মিলিয়ে দেখেছি এটা ওরই হাতের লেখা।’

এ বিষয়ে ছন্দা রায়ের স্বামী উত্তম কুমার রায় বলেন, ‘আমি অফিস থেকে দুপুরে ছন্দাকে বারবার ফোন দিচ্ছিলাম। কিন্তু সে রেসপন্স করেনি। বিকেলে এসে দেখি, দরজা ভেতর থেকে আটকানো। বারবার ডাকার পরও দরজা না খোলায় আমি বাসার কেয়ারটেকারকে নিয়ে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে দেখি ও (ছন্দা) সুইসাইড করেছে।

এ ঘটনার দুঃখ প্রকাশ করে বিভাগের অধ্যাপক মো. ফরিদ উদ্দীন খান বলেন, মৃত্যুর খবর শুনে আমরা বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা মেনে নিতে পারছি না। তিনমাস হলো বিয়ে হলো, এরমধ্যেই সে আত্মহত্যা করেছে। কী এমন হয়েছে, তার সাথে জানি না।’

‘আমরা আসল সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবিতে প্যারিস রোডে মানববন্ধন করবো বলে জানান তিনি।’

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]