26153

মাইক্রোসফটের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হলেন খুবির সাবেক শিক্ষার্থী

মাইক্রোসফটের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হলেন খুবির সাবেক শিক্ষার্থী

2022-10-20 22:39:36

বিশ্বের অন্যতম টেক জায়ান্ট প্রতিষ্ঠান মাইক্রোসফটে চাকরি পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সাবেক শিক্ষার্থী সি এম খালেদ সাইফুল্লাহ। সোমবার (১৭ অক্টোবর) তিনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে মাইক্রোসফটে যোগদান করেন।

সি এম খালেদ সাইফুল্লাহ খুলনা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল ডিসিপ্লিনের ২০১১ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। মে মাসে মাইক্রোসফট থেকে তার সঙ্গে যোগাযোগ করলে তিনি ইন্টারভিউয়ের জন্য রাজি হন। পরে রিক্রুটারের সঙ্গে তার কথা হয় এবং অনলাইন এসেসমেন্ট ও পরপর চারটি ইন্টারভিউ দিতে হয়। প্রথমে তিনি মাইক্রোসফট আজুর এইচপিসি টিমের জন্য নির্বাচিত হন। কিন্তু বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে সেই সময় মাইক্রোসফট তাকে উক্ত পদে নিয়োগ দেয়নি। পরে জুলাইয়ের শেষে তিনি নিয়োগ পান এবং ১৭ অক্টোবর যোগদান করেন।

সি এম খালেদ সাইফুল্লাহ বলেন, ‘আমি খুব মেধাবী ছাত্র ছিলাম না, একদম সাধারণ শিক্ষার্থী ছিলাম। সেখান থেকেই আমি মাইক্রোসফটে কাজ করার সুযোগ পেয়েছি। এর মাধ্যমে আমি যদি অন্যদের অনুপ্রেরণা হতে পারি সেটাই আমার স্বার্থকতা।’

তিনি মনে করেন, আমাদের দেশের শিক্ষার্থীদের মাইক্রোসফট বা অন্যান্য বড় বড় প্রতিষ্ঠান গুগল, অ্যামাজন, ফেসবুকে চাকরি পাওয়ার সক্ষমতা আছে। এর জন্য প্রথমত স্বপ্ন দেখতে হবে এবং প্রতিদিন অল্প অল্প করে নিজেকে পরিবর্তন করতে হবে এবং নিজেকে প্রদর্শন করতে হবে।

তিনি মনে করেন, প্রাতিষ্ঠানিক লেখাপড়ার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমের মাধ্যমে অর্জিত লিডারশীপ স্কিল তাকে এ চাকরি পেতে সহায়তা করেছে। তিনি ২০১৫ সালে খুবির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল ডিসিপ্লিনের শিক্ষার্থীদের সংগঠন ক্লাস্টারের সাধারণ সম্পাদক ছিলেন। এ সময় খুবিতে প্রথম সিএসই ফেস্ট, রোবোটিক্স কনটেস্টসহ বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করেন। এছাড়াও তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের সঙ্গে কাজ করেছেন।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]