26225

পিএসসিতে নন-ক্যাডার প্রার্থীদের মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ

পিএসসিতে নন-ক্যাডার প্রার্থীদের মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ

2022-11-01 05:39:44

৬ দফা দাবিতে আজ দ্বিতীয় দিনের মতো লাগাতার অবস্থান কর্মসূচি করছে ৪০তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ নন-ক্যাডার তালিকায় অপেক্ষমাণ প্রার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে আজ সন্ধ্যায় আবারও মোমবাতি প্রজ্বলন করে প্রতিবাদ জানান তারা।

এর আগে দাবি অনাদায়ে আন্দোলনকারী প্রার্থীরা আমরণ অনশনের ঘোষণা দেয়।

 

জানা গেছে, বিকেলে পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন অফিস শেষ করে বের হলে আন্দোলনকারীরা তার গাড়ি অবরুদ্ধ করে শুয়ে পড়েন। পরে আন্দোলন সমন্বয়কদের সিদ্ধান্তে চেয়ারম্যানের গাড়ি বের হতে দেওয়া হয়।

এর আগে গতকাল রোববার (৩০ অক্টোবর) দুপুর ২টা থেকে অবরোধে অংশ নেয় নন-ক্যাডার তালিকার অপেক্ষমাণ প্রার্থীরা। আন্দোলন চলাকালীন বিকেল ৪টার পর পিএসসির গেটগুলোতে অবস্থান নেওয়া প্রার্থীদের পুলিশ সরিয়ে দেয়। পরে সন্ধ্যায় চাকরিপ্রার্থীরা মোমবাতি প্রজ্বলন করে প্রতিবাদ জানায়।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]