26354

বিশ্বকাপকে স্বাগত জানিয়ে ঢাবিতে আর্জেন্টিনা সমর্থকদের মিছিল

বিশ্বকাপকে স্বাগত জানিয়ে ঢাবিতে আর্জেন্টিনা সমর্থকদের মিছিল

2022-11-21 09:56:56

কাতার বিশ্বকাপ ফুটবলের পর্দা উঠছে আর মাত্র কয়েক ঘণ্টা পর। এই বিশ্বকাপকে স্বাগত জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে মিছিল করেছেন আর্জেন্টিনার সমর্থকরা।

রোববার (২০ নভেম্বর) মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়।

 

মিছিলে জিয়াউর রহমান হলের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। মিছিলে নেতৃত্ব দেন হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিবুল হোসেন শান্ত। সমর্থকরা মেসি ও আর্জেন্টিনা স্লোগানে মুখরিত করে তোলেন ঢাবি ক্যাম্পাস।

এদিকে বিশ্বকাপ উপলক্ষে হলগুলোতেও বইছে উৎসবের আমেজ। ক্যাম্পাসের বিভিন্ন হল সেজেছে প্রিয় দলের পতাকায়। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে শোভা পাচ্ছে আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকা। এর বাইরে জার্মানি ও পর্তুগালের পতাকাও চোখে পড়ে। দলবেঁধে নিজ নিজ দলের জার্সি পরে অনুরাগীদের ফটোসেশন আর আড্ডা তো চলছেই। হলগুলোতে এবং টিএসসিতে বড় পর্দায় খেলা দেখার প্রস্তুতি ইতোমধ্যে নেওয়া হয়েছে।

 

আর্জেন্টিনা সমর্থকদের মিছিলে নেতৃত্ব দেওয়া হাসিবুল হাসান শান্ত বলেন, আজ থেকে বিশ্বকাপ শুরু হচ্ছে, তাই বিশ্বকাপকে স্বাগত জানিয়ে আমরা আর্জেন্টিনা সমর্থকরা মিছিল বের করেছি। এর আগে থেকেই আমাদের হল সেজেছে বিশ্বকাপের আমেজে। আমি আর্জেন্টিনা সমর্থক হিসেবে খুব করে চাই এবার মেসির হাতেই উঠুক বিশ্বকাপ।

আরেক আর্জেন্টিনা সমর্থক হাবিব রহমান বলেন, ফুটবল বোঝার পর থেকে আমি আর্জেন্টিনার সমর্থক। ২০১৪ সালে বিশ্বকাপ জয়ের খুব কাছে গিয়েও জার্মানির কাছে হেরে ফিরে আসতে হয়েছে। এরপর কোপা আমেরিকা ও ফিনালিসিমায় আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে। এছাড়া টানা ৩৬ ম্যাচ নেই হারার রেকর্ড। তাই কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে আমি স্বপ্ন দেখছি। আশা করি চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপের মাঠ ছাড়বেন আমাদের প্রিয় লিওনেল মেসির আর্জেন্টিনা।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]