কুবি শিক্ষক সমিতির নির্বাচন ১ ডিসেম্বর
2022-11-24 07:04:25
কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির একাদশ কার্যনির্বাহী পরিষদের (২০২৩) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গঠনতন্ত্র অনুযায়ী আগামী ১ ডিসেম্বর শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২২ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. জি এম মনিরুজ্জামান ছাড়াও নির্বাচন কমিশনার ড. মো. ওয়ালী উল্লাহ ও মো. আবু বকর ছিদ্দিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির গঠনতন্ত্রের ৭ নম্বর ধারা অনুসারে ১৫ সদস্যবিশিষ্ট এই কার্যনির্বাহী কমিটি গঠিত হবে। এরমধ্যে সভাপতি পদে একজন ছাড়াও সহ-সভাপতি পদে দুইজনসহ সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ, সাহিত্য-সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে একজন করে মোট পাঁচজন নির্বাচিত হবে। পাশাপাশি কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে সাতজন নির্বাচিত হবেন।
তফসিল অনুযায়ী আজ বুধবার (২৩ নভেম্বর) চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ও মনোনয়নপত্র বিক্রয় করা হয়েছে। আর আগামীকাল বৃহস্পতিবার (২৪ নভেম্বর) মনোনয়নপত্র দাখিল ও বৈধ প্রার্থীর তালিকা প্রকাশিত হবে। এছাড়া মনোনয়নপত্র প্রত্যাহার, চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশসহ এজেন্টদের নাম প্রদান করা হবে আগামী ২৭ নভেম্বর।