26402

নিজেকে দক্ষ, যোগ্য ও স্মার্ট হিসেবে উপস্থাপন করতে হবে: হাবিপ্রবি উপাচার্য

নিজেকে দক্ষ, যোগ্য ও স্মার্ট হিসেবে উপস্থাপন করতে হবে: হাবিপ্রবি উপাচার্য

2022-11-29 05:45:24

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান বলেন, বর্তমান যুগ প্রতিযোগিতার যুগ এর সাথে তাল মিলাতে হলে একাডেমিক পড়াশুনার পাশাপাশি অন্যান্য সকল বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে। এই প্রতিযোগিতামূলক পরিবেশে নিজেকে দক্ষ, যোগ্য ও স্মার্ট হিসেবে উপস্থাপন করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার অ্যাডভাইজরী সার্ভিসের (সিএডিএস) আয়োজনে 'একাডেমিক অ্যান্ড প্রফেশনাল স্কিলস ফর ক্যারিয়ার ডেভলপমেন্ট' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সোমবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৯ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ এ সেমিনারটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান। এ সময় তিনি সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমরা আমাদের গ্র্যাজুয়েটদের একাডেমিক শিক্ষার পাশাপাশি কর্মক্ষেত্রে উপযোগী হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছি। এক্ষেত্রে আজকের এই সেমিনার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শিক্ষার্থীদের আগ্রহের দিকে নজর রেখে আরও এ ধরনের সেমিনারের আয়োজন করা হবে। পরিশেষে উক্ত সেমিনার আয়োজনের জন্য তিনি ক্যারিয়ার অ্যাডভাইজরী সার্ভিস (সিএডিএস) সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মামুনুর রশীদ এবং সভাপতিত্ব করেন ক্যারিয়ার অ্যাডভাইজরী সার্ভিসের পরিচালক অধ্যাপক ড. এন. এইচ. এম. রুবেল মজুমদার ও সঞ্চালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের সহকারী পরিচালক মো. মাইন উদ্দিন।। অনুষ্ঠানে স্পীকার হিসেবে উপস্থিত ছিলেন জেনেটিক্স অ্যান্ড অ্যানিম্যাল ব্রিডিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রাশেদুল ইসলাম, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক রিজওয়ান আহমেদ, ডেভলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান মো. জুয়েল আহমেদ সরকার।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]