26429

গণিতে ফেল করা সেই ১৩ জনের ১২ জনই পেল জিপিএ-৫

গণিতে ফেল করা সেই ১৩ জনের ১২ জনই পেল জিপিএ-৫

2022-12-03 21:18:33

এসএসসির ফলাফলে গণিতে ফেল করেছিলেন নেত্রকোণার একটি বিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী। তবে ফল চ্যালেঞ্জের পর সেই ১৩ শিক্ষার্থীর মধ্যে ১২ জন গণিত বিষয়ে জিপিএ-৫ পেয়েছেন। ঘটনাটি ঘটেছে জেলার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামের শহীদ স্মৃতি বিদ্যাপীঠের শিক্ষার্থীদের সাথে।

জানা গেছে, চলতি বছর শহীদ স্মৃতি বিদ্যাপীঠ থেকে ৭২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রকাশিত ফলাফলে ৩৫ জন জিপিএ-৫ সহ ৫৯ জন উত্তীর্ণ হন। বাকি ১৩ জন শুধু গণিতে ফেল করেন। এছাড়াই একই কেন্দ্রে পরীক্ষা দেওয়া আরও ৩৯ জন শিক্ষার্থী কেবল গণিত বিষয়েই ফেল করেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে কেন্দ্র সচিব ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান বরাবর আবেদন করেন।

আবেদনের প্রেক্ষিতে শুক্রবার (২ ডিসেম্বর) শিক্ষাবোর্ড তাদের ওয়েবসাইটে ফেল করা পরীক্ষার্থীদের সংশোধিত ফল প্রকাশ করে। এতে দেখা যায়, হুমায়ূন আহমেদের স্কুল শহীদ স্মৃতি বিদ্যাপীঠের ফেল করা ১৩ জন পরীক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছে এবং এই ১৩ জনের মধ্যে ১২ জনই জিপিএ-৫ পেয়েছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে শহীদ স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আসাদুজ্জামান গণমাধ্যমকে বলেন, এসএসসির ফল প্রকাশের পর আমাদের স্কুলের ১৩ জন শিক্ষার্থী কেবলমাত্র গণিত বিষয়েই ফেল করেছে। বিষয়টি তখনই আমাদের সন্দেহ হয়েছিল। ফল পুনঃনিরীক্ষার আবেদন করা হলে গণিতে ফেল করা সকলেই উত্তীর্ণ হয়।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]