ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী
2022-12-03 22:54:23
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ল‘ অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ব্র্যাক ইউনিভার্সিটি'র পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর গুলশানের একটি হলে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ল'য়ের ডিন খন্দকার শামসুদ্দিন মাহমুদের উপস্থিতিতে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে সংগীতানুষ্ঠান ও নৈশভোজের মাধ্যমে সমাপ্ত হয়।
পুনর্মিলনী উপলক্ষে 'লাব্র্যাকইউ ক্রনিকলস' নামে একটি ম্যাগজিনের মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আতিক তৌহিদুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট মেহের নিগার, সাধারণ সম্পাদক তায়্যিব-উল-ইসলাম সৌরভ, সাবেক সভাপতি শেখ মোশফেক কবিরসহ বর্তমান ও সাবেক কমিটির অন্যান্য সদস্যরা।